E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেনাপোলে ফেনসিডিলসহ ভারতীয় পণ্য আটক

২০১৪ জুলাই ২২ ১০:০৭:৪৯
বেনাপোলে ফেনসিডিলসহ ভারতীয় পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, তৈরি পোশাক, কসমেটিকস, গাড়ির যন্ত্রাংশ ও ইমিটেশনের গহনা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বিজিবি ২৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ লিয়াকত আলী জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেনাপোল চেকপোস্ট ও শাহজাদপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সোমবার সারা দিন বেনাপোলের আমড়াখালী, সাদিপুর ও শাহজাদপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ২১ লাখ ৫৬ হাজার টাকার ৩৬১ পিস ভারতীয় শাড়ি, ৩৫ লাখ ৭২ হাজার টাকার ৫৭২ পিস থ্রিপিস, ১১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ২৭৭ পিস তৈরি পোশাক, ১ লাখ ২১ হাজার ৯৫০ টাকা মূল্যের ৬৫২ পিস কসমেটিকস, ৪ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ৪৮ পিস গাড়ির যন্ত্রাংশ, ৪ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা মূল্যের ২৪২৪ পিস ইমিটেশনের গহনা ও ৪৮ হাজার টাকা মূল্যের ১২ বোতল ফেনসিডিল আটক করা হয়।

তিনি আরও জানান, আটক করা মালামাল বেনাপোল ও যশোর শুল্ক গুদামে জমা করা হয়েছে। আটক মালামালের মোট মূল্য ৭৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা বলে জানান তিনি।

(ওএস/এইচআর/জুলাই ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test