E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে যৌতুক মামলায় পুলিশের এসআই’র কারাদণ্ড

২০১৯ জানুয়ারি ২৮ ১৮:১৭:০৬
মাদারীপুরে যৌতুক মামলায় পুলিশের এসআই’র কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি : স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবী করে না পেয়ে নির্যাতন করার দায়ে পুলিশের এসআই মাহিদুর রহমান সুমনকে (৩১) ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড দিয়েছে। 

মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হোসেন সোমবার এ রায় দেন। রায় ঘোষণার সময় এসআই মাহিদুর রহমান সুমন আদালতে উপস্থিত ছিলেন। এসআই সুমন ঢাকার সুত্রাপুর থানায় কর্মরত।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০১০ সালে মাদারীপুর সদর উপজেলার দীঘলপাড়া গ্রামের মোতাহার মিয়ার ছেলে এসআই মাহিদুর রহমান সুমনের সাথে কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মকবুল ফকিরের মেয়ে শিখা আক্তারের বিয়ে হয়।

বিয়ের পর ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারী তার স্বামী মাদারীপুর শহরে বাড়ি করার জন্য শিখা আক্তারের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবী করে। যৌতুকের টাকা না দিতে পারায় স্বামী সুমন শারীরিকভাবে নির্যাতন করে শিখাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে শিখা আক্তার বাদী হয়ে গত ২০১৪ সালের ২৩ এপ্রিল মাহিদুর রহমান সুমনসহ ৫ জনকে আসামী করে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি যৌতুক বিরোধী মামলা দায়ের করেন।

আরো জানা যায়, আদালতে বাদীসহ ৪ জন স্বাক্ষ্য প্রদান করেন। স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতের বিচারক সোমবার এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের এডভোকেট বাবুল আক্তার ও আসামীপক্ষের মো. জাফর আলী মিয়া মামলা পরিচালনা করেন।

মামলার আইনজীবি এডভোকেট বাবুল আখতার বলেন, দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন থাকায় সোমবার বিজ্ঞ আদালত আসামী এসআই মাহিদুর রহমান সুমনকে ৪ বছরের কারাদন্ড এবং ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের জেল প্রদান করেছেন।

(এএসএ/এসপি/জানুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test