E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা নির্বাচন

গৌরীপুরে ৩ পদের জন্য আ.লীগের ২৯ প্রার্থী

২০১৯ জানুয়ারি ২৮ ১৮:৩৪:৫৭
গৌরীপুরে ৩ পদের জন্য আ.লীগের ২৯ প্রার্থী

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (নারী) এই ৩টি পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ২৯ জন প্রার্থী প্রাথমিক আবেদনপত্র জমা দিয়েছেন। রবিবার ও সোমবার গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দপ্তর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টুর কাছে মনোনয়ন প্রত্যাশীরা আবেদনপত্র জমা দিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১০ জন ও ভাইস চেয়ারম্যান (নারী) ৮জন প্রার্থী সহ সর্বমোট ২৯ জন প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনপত্র যাচাই-বাছাই করে উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সাক্ষরে তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। সেখান ৩টি পদের জন্য ৩জন প্রার্থীকে চূড়ান্ত মনোনানয়ন দেয়া হবে।

চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম মুহাম্মদ আজাদ, জেলা পরিষদের সদস্য এইচএম খায়রুল বাসার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপু, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাড. জসিম উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসন খান, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য মাহমুদুল হাসান সাতাব।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হারুন উর রশীদ, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বোকাইনগরী, সদস্য মজিবুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ মোঃ ফারুকুজ্জামান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীন, ডৌহাখলা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ পবিত্র, উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক হাতেম খান পাঠান, উপজেলা জয়বাংলা ফোরামের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন তালুকদার।

ভাইস চেয়ারম্যান (নারী) পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি, পৌর কাউন্সিলর শিউলী চৌধুরী ও দিলুয়ারা আক্তার দিলু, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমিনা আক্তার, জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সহসভাপতি আঙ্গুরা আক্তার, উপজেলা যুব মহিলা শ্রমিকলীগের সভাপতি তাসলিমা জাহান কলি, ডৌহাখলা ইউনিয়নয়ন যুব মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নিপা হোম চৌধুরী চিত্রা, সাবেক ছাত্রলীগ নেত্রী সালমা আক্তার।

(এসআইএম/এসপি/জানুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test