E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে নিখোঁজ কলেজ ছাত্র রানাকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন

২০১৯ ফেব্রুয়ারি ০৫ ১৬:৫০:০০
সিরাজগঞ্জে নিখোঁজ কলেজ ছাত্র রানাকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে নিখোঁজ কলেজ ছাত্র পারভেজ রানাকে (১৯) দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থী, স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার সকালে শহরের চৌরাস্তা মোড় মুজিব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক লিমন, সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম সবুজসহ রানার স্বজনরা।

বক্তারা ২৪ঘন্টার মধ্যে নিখোঁজ পারভেজ রানাকে জীবিত উদ্ধারের আলটিমেটাম দেন। অন্যথায় সিরাজগঞ্জ অচল করে দেয়া হবে বলে ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি সোমবার বিকেলে নিখোঁজ কলেজ ছাত্র রানাকে তার বন্ধু নয়ন মোবাইল ফোনে ডেকে অপর বন্ধু মোবারকের পাঁচঠাকুরীর বাড়িতে নিয়ে যান। এরপর থেকেই রানা নিখোঁজ হয়।

এ ঘটনার পর ১ ফেব্রুয়ারি শুক্রবার রাতে রানার নানা গাজী আব্দুল কুদ্দুস সরকার বাদী হয়ে ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৬জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৪ আসামি সিরাজগঞ্জ সদর উপজেলার পারপাচিল গ্রামের আজাদ তালুকদারের ছেলে নয়ন (১৯), আকবর শেখের ছেলে রাজন (৩০), পাঁচঠাকুরী গ্রামের দুদু শেখের ছেলে মোবারক(৩৫) ও ফরজ আলীর ছেলে লুৎফরকে(১৯) গ্রেফতার করে।

এসময় রানার ব্যবহৃত মোটরসাইকেলটি আসামি মোবারকের বাড়ির পাশে বাঁধের ওপর থেকে উদ্ধার করে পুলিশ। নিখোঁজ কলেজছাত্র পারভেজ রানা সিরাজগঞ্জ সদর উপজেলার ভেওয়ামারা গ্রামের বাবুল আক্তারের ছেলে।

(এমএস/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test