E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় বাড়ি নির্মাণের জন্য কেটে নেয়া হচ্ছে সরকারী রাস্তার মাটি!

২০১৯ ফেব্রুয়ারি ০৫ ১৬:৫৪:০২
আগৈলঝাড়ায় বাড়ি নির্মাণের জন্য কেটে নেয়া হচ্ছে সরকারী রাস্তার মাটি!

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় বাড়ি নির্মানের জন্য এলজিইডি’র রাস্তার মাটি কেটে নিচ্ছে স্থানীয় প্রভাবশঅলী। এলজিইডি বিভাগ থেকে কোন ব্যবস্থা না নেয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। 

জানা গেছে, এলজিইডি বিবঅগের আওতাধীন উপজেলার রাজিহার কালীবাড়ি থেকে বাশাইল ওয়াপদা সড়কের বড় বাশাইল ওয়াপদা সংযোগস্থলে, খালের পূর্ব পারে বাড়ি নির্মানের জন্য ভেকু দিয়ে রাস্তার মাটি কেটে নিচ্ছেন রাংতা গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার।

স্থানীয়রা জানান, তাদের বাঁধার পরেও রুবেল লোকজনকে গালমন্দ করে মাটি কাটা অব্যাহ রেখেছে। মাটি কাটার ফলে ওই রাস্তা ধ্বসে পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

এ ব্যাপারে রুবেল হাওলাদার বলেন, তিনি বাশাইল গ্রামের ফাজেল মোল্লার কাছ থেকে ১০শতক জায়গা ক্রয় করে সেখানের মাটি কাটছেন। পরে মাটি কাটা জায়গা খাল কাটার সময় বালু দিয়ে ভরাট করে দেয়ার কথাও বলেছেন তিনি।

উপজেলা এলজিইডি প্রকৌশলী রাজ কুমার গাইন জানান, তিনি একটি ট্রেনিংএ জেলা সদরে আছেন, অফিসে ফিরে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test