E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন চান আ.লীগের সভাপতি নূরুল ইসলাম

২০১৯ ফেব্রুয়ারি ০৫ ১৮:৪৩:৩৫
কেন্দুয়ায় উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন চান আ.লীগের সভাপতি নূরুল ইসলাম

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে দলের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। তৃণমুল থেকে ৩ প্রার্থীর একটি প্যানেল কেন্দ্রে পাঠানো হয়। এর পর চূড়ান্ত প্রার্থী হতে সবাই দৌড়ঝাপ শুরু করেছেন কেন্দ্রে। 

চেয়ারম্যান পদে প্রার্থী হতে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি গীতিকার মো: নূরুল ইসলাম মঙ্গলবার দলের ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তার হাতে মনোনয়নপত্র তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

মো: নূরুল ইসলাম ছাত্রলীগ থেকে রাজনীতি শুরু করে এখনো মাঠে লড়াই সংগ্রাম করছেন। তিনি দীর্ঘদিন ধরে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। দুঃসময়ে ২০০১ সালেও তিনি দলের হাল ছাড়েননি। তার সমর্থকদের দাবী বহুমুখী প্রতিভার অধিকারী মো: নূরুল ইসলাম দলের সকল সারির নেতাকর্মীদের সঙ্গেই সখ্যতা রেখে দলের কর্মকান্ড পরিচালনা করে আসছেন। তিনি জনপ্রতিনিধি হিসেবে একবার দলপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনেও একবার প্রার্থী হলেও সে সময় উপজেলা পরিষদ নির্বাচন আর হয়নি।
রাজনীতির বাইরেও সাহিত্য চর্চায় তার প্রতিভা প্রখর। তিনি বীরাঙ্গনা সখিনা ও চাঁদবেগের ফাঁসি নামক নাটকের প্রণেতা। এছাড়া “মুক্তিযুদ্ধে কেন্দুয়া” গ্রন্থও রচনা করেছেন তিনি।

তার নেতাকর্মী ও সমর্থকরা জানান, মো: নূরুল ইসলাম দলের সকলের কাছেই একজন প্রিয় ব্যক্তি। সকল সারির নেতাকর্মীরাই তার কাছে গিয়ে প্রাণের কথা বলতে পারেন। তিনি দলের মনোনয়ন পেলে সকলের মুখেই হাসি ফুটবে।

এ প্রসঙ্গে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীন আওয়ামীলীগ নেতা মো: নূরুল ইসলাম সমকালকে বলেন, জীবনের যৌবন থেকে ছাত্রলীগের রাজনীতি শুরু করে আজ এ পর্যন্ত এসেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনের ফসল হিসেবে দলের মনোনয়ন পেতে চাই, সেই সঙ্গে আশা করছি মনোনয়ন পেলে নির্বাচিত হবো এবং মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত করে সমাজের সকল স্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চাই।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test