E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় নারীর মৃত্যু

২০১৯ ফেব্রুয়ারি ০৬ ১৫:০৮:৪৯
রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় নারীর মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে এশটি প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক নারীর (৬০) মৃত্যূর অভিযোগ পাওয়া গেছে। এতে উত্তেজিত হয়ে হামলা চালিয়ে পাঁচজনকে পিটিয়ে আহত করেছেন রোগীর স্বজনরা। 

মঙ্গলবার রাত ৯টার দিকে রায়পুর শহরের সরকারি হাসপাতালের সামনে জনসেবা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে গেছে।

মৃত বৃদ্ধের পুত্রবধূ পারভীন বেগম বলেন, বিকাল ৫টার দিকে হাত-পা জ্বালা যন্ত্রণার রোগী বৃদ্ধ শাশুড়ি সকিনা বেগমকে জনসেবা হাসপাতালের চিকিৎসক নাজমুল হাসানের কাছে নিয়ে আসি। কিন্তু চিকিৎসকের পিয়ন মো. ফরহাদ ও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে লম্বা সিরিয়ালের অযুহাত দেখিয়ে একটু পরে চিকিৎসক দেখবে বলে ৪ ঘণ্টা কালক্ষেপণ করে একটি কক্ষে শুইয়ে রাখে। পরে চিকিৎসক গিয়ে দেখেন ওই বৃদ্ধা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এতেই উত্তেজিত হয়ে স্বজনরা হাসপাতালে ঢুকে অভিযুক্ত ওই পিয়নসহ পাঁচজনকে বেদম মারধর করে হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করেন।

এ ঘটনায় চিকিৎসক নাজমুল হাসান বলেন, এ বৃদ্ধা আমার পুরনো রোগী। অনেক রোগীর ভিড় থাকায় দেখতে পারিনি। আমার পিয়ন গুরুত্ব দিয়ে বললে হয়তো বাঁচানো যেত। আমি রোগীর কাছে যাওয়ার আগেই মারা যান তিনি।

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান বলেন, ঘটনার পরই ওসি তদন্তকে পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(পিকেআর/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test