E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমৃত্যু বিলাঞ্চলবাসীর দায়িত্ব পালনের প্রত্যয় আবুল হাসানাতের

২০১৯ ফেব্রুয়ারি ০৬ ১৭:১০:২৬
আমৃত্যু বিলাঞ্চলবাসীর দায়িত্ব পালনের প্রত্যয় আবুল হাসানাতের

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় গবাদী পশুপালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সরকারের ঋণের চেক বিতরণ করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। 

বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ পূর্বক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবুদুল্লাহ এমপি বলেন- ’১৫ আগষ্ট কালো রাতে মৃত্যুর আগের দিন তার বাবা শহীদ আব্দু র রব সেরনিয়াবাত তাকে ডেকে বলেছিলেন যে, তিনি যদি নাও থাকেন তার পরেও এই বিলাঞ্চলের মানুষের দিকে তাকে খেয়াল রাখার জন্য বলেছিলেন। তাই আমৃত্যু তিনি ন্যায় ও সততার সাথে বিলাঞ্চল বাসীর সাথে থেকে দায়িত পালন করার প্রত্যয় জানিয়ে সবার দোয়া প্রার্থণা করেন।

এসময় তিনি বরিশাল বিভাগের মধ্যে ঋণ পরিশোধে আগৈলঝাড়া প্রথম অবস্থানে থাকায় ঋণ গ্রহিতাদের দণ্যবাদ জানান প্রধান অতিথি।

উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামানের সঞ্চালনায় ঋণ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন
সমবায় অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, রুস্তুম সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার।
শেষে রাজিহার ইউনিয়নের ২৫জন ও বাকাল ইউনিয়নের ২৫জনসহ মোট ৫০ জন গবাদী পশুপালন কারীদের প্রত্যেককে ১লাখ টাকা করে ঋণের চেক প্রদান করা হয়। ঋণের এই টাকা এক বছর শেষে একটি নির্দ্দিষ্ট কিস্তির মাধ্যমে ফেরত নেবে সরকারের সংশ্লিষ্ঠ দপ্তর।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test