E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জের নিম্ন মানের সমগ্রী দিয়ে চলছে সড়ক পাকাকরণ কাজ

২০১৯ ফেব্রুয়ারি ০৭ ১৫:১২:০৮
গোবিন্দগঞ্জের নিম্ন মানের সমগ্রী দিয়ে চলছে সড়ক পাকাকরণ কাজ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নে গ্রেট ছাড়া ও ও ৩নম্বর ইট আর নিম্ন মানের সামগ্রী দিয়ে সড়ক পাকাকরণ কাজ চলছে। 

এলজিইডির বাস্তবায়নে উপজেলার কোচাশহর ইউনিয়নের তারাগনা-সুধারধাপ ৭০০ মিটার সড়ক পাকাকরন কাজ পান, মেসার্স আজাদ কন্সট্রাকশন। সেই মতাবেক সড়ক পাকা করন কাজ শুরু করেন, মেসার্স আজাদ কন্সট্রাকশনের প্রোঃ আজাদ।

তিনি সড়ক পাকা করন কাজে কার্পেটিং এর নিচে এক নম্বার ইটের খোয়া ব্যবহার করার কথা থাকলেও সরকার নিয়ম নীতিকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সেখানে নিজের ভাটার রাফিস ও ৩নং ইটের খোয়া বিছিয়ে পানি মেরে ডলার দিয়ে ডলে কাজ করে যাচ্ছেন। এসব খোয়ায় পানি মেরে ফ্যাকাসে হলুদ বর্নের এসব খোঁয়া লালছে কালার আনার চেষ্টার চেষ্টা করছেন। তার গ্রামের বাড়ী একই এলাকার জগদিশপুর গ্রামে। তার ইটের ভাটা মাত্র একশ গজ দূরে। তিনি সাবেক বিএনপির এক সংসদ সদস্য'র ভাতিজা। তাই পেশি শক্তিও তার একটু বেশী। তাই গ্রামের সাধারন মানুষ এই পেশী শক্তি দেখে অনেকে ভয়ে মুখ খোলেন না। তার পরেও মসজিদের মুসল্লী ও গ্রামবাসী নিম্ন মানের কাজ দেখে সাহস করে উপজেলা এলজিইডি অফিসে অভিযোগ করলেও কোন কাজের কোন মানউন্নয়ন হয়নি। বরং তিনি থানায় মিথ্যা অভিযোগ করে এলাকাসীকে ভয় দেখিয়ে নিম্ন মানের কাজ করে যাচ্ছেন।

এলাকাবাসী জানান, তিনি সরকারী আইন ও নিয়মকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে ৩নং ইট ও নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করে সরকারী মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এ যেন দেখার কেউ নেই। এ বিষয়ে আজাদ কন্সট্রাকশনের প্রোঃ আজাদের কাছে সাংবাদিকরা মোবাইল ফোনে জানতে চাইলে তিনি দম্ভিক কন্ঠে বলেন, কিসের অভিযোগ, আমি সাবেক এমপির ভাতিজা, আমি বহু পুরাতন ঠিকাদার, নিম্ন মানের কাজ বলে কিছু নাই। ৩নং ও ১নং ইটের খোয়া বলেও কিছু নাই। সব থাকবে কার্পেটিং নিচে থাকবে কোন অসুবিধা হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ছাবের আলী জানান, তারাগনা -সুধার ধাপ সড়ক পাকা করন কাজে এলাকাবাসী ৩নং ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাওয়ার পর ঠিকাদারকে সেই খোয়া পরিবর্তন করে এক নং ইটের খোয়া ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছিল। কিন্ত তার পরেও তিনি সেই খোয়া পরিবর্তন করেন নি কেন তা আমার জানা নেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাম কৃষ্ণ বর্মন বলেন, ৩নং ইট ও নিম্ন মানের সামগ্রী দিয়ে সড়ক পাকা করন কাজ বরদাশ করা হবে না। ঠিকাদার সরকারী কাজ নিয়ম অনুযায়ী না করে নিজের ইচ্ছে মত নিম্ন মানের করে কাজ চালালে চলবে না। সে ক্ষেত্রে সরকারী বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এসআইআর/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test