E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৩ লাখ ৪০ হাজার ৩৪৬ শিশু 

২০১৯ ফেব্রুয়ারি ০৭ ১৬:৫৫:৫৮
নওগাঁয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৩ লাখ ৪০ হাজার ৩৪৬ শিশু 

নওগাঁ প্রতিনিধি : আগামী ৯ ফেব্রুয়ারি সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ওই দিন নওগাঁ জেলায় মোট ৩ লাখ ৪০ হাজার ৩শ’ ৪৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সের মোট ৩১ হাজার ৪শ’ ৯০ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩ লাখ ৮ হাজার ৮শ’ ৫৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহষ্পতিবার বেলা ১১টায় নওগাঁ সিভিল সার্জন অফিসের মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মোঃ মুমিনুল হক এ তথ্য জানিয়ে গুরুত্বপূর্ন এই কর্মসূচী সম্পাদনে সকলের সহযোগিতা কামনা করেছেন। সিভিল সার্জন জানিয়েছেন, জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভায় মোট ২ হাজার ৪শ’ ৬৯টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে দেয়া তথ্য মোতাবেক উপজেলা ভিত্তিক ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এমন শিশুর সংখ্যা হলো, নওগাঁ সদর উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৩ হাজার ৪শ’ ৫০ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩৭ হাজার ৫শ’ ৫৫ জন শিশু। রানীনগর উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ২ হাজার ৩৭ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ২২ হাজার ৬শ’ ১৩ জন শিশু। আত্রাই উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ২ হাজার ২শ’ ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ২৪ হাজার ৭শ’ জন শিশু। মান্দা উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৩ হাজার ৬শ’ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩৭ হাজার শিশু। বদলগাছি উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ২ হাজার ৭শ’ ১০ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ২৩ হাজার ১শ’ ৭০ জন শিশু। মহাদেবপুর উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৩ হাজার ৩শ’ ২৭ জন ও ১২ ম্সা থেকে ৫৯ মাস বয়সের ৩৫ হাজার ২শ’ ৩১ জন শিশু। ধামইরহাট উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ২ হাজার ৪৬ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১৮ হাজার ৪শ’ ৪১ জন শিশু। নিয়ামতপুর উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ২ হাজার ৯শ’ ৩২ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ২৮ হাজার ৫শ’ ৬৩ জন শিশু। পতœীতলা উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৩ হাজার ১শ’ ৫৪ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ২৬ হাজার ৪শ’ জন শিশু। পোরশা উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ২ হাজার ৭ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১৭ হাজার ২শ’ ৩০ জন শিশু। সাপাহার উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ১ হাজার ৮শ’ ৯৯ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১৮ হাজার ৫শ’ ৫১ শিশু এবং নওগাঁ পৌরসভায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ২ হাজার ১শ’ ২৮জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১৯ হাজার ৪শ’ ৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে নওগাঁ জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, এমও সিএস ডা, শরিফুল ইসলাম ও কর্মসূচীর কো-অর্ডিনেটর এমও ডিডিসি ডা. আশীষ কুমার সরকার উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test