E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোংলা বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বসুন্ধরা গ্রুপসহ ২৩ বন্দর ব্যবহারকারীকে সম্মাননা প্রদান

২০১৯ ফেব্রুয়ারি ০৭ ১৮:০৬:৩৬
মোংলা বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বসুন্ধরা গ্রুপসহ ২৩ বন্দর ব্যবহারকারীকে সম্মাননা প্রদান

বাগেরহাট প্রতিনিধি : জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে মোংলা বন্দরের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে দেশে শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপসহ ২৩ বন্দর ব্যবহারকারীকে সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে বন্দর ভবন চত্বরে মোংলা বন্দর চেয়ারম্যান কমডোর এ,কে,এম ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) ইয়াসমিন আফসানা, সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) প্রকৌশলী মো. আলতাফ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম ও মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল আলম।

মোংলা বন্দরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উপমন্ত্রী হাবিবুন নাহার মোংলা বন্দরের এককভাবে সর্বোচ্চ নিজস্ব পণ্য নদী পথে পরিবহণ, এলপিজি ও ক্লিংকার আমদানীকারক বসুন্ধরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি. এর নির্বাহী ও পরিচালক নবারুন বাবু, সর্বোচ্চ তেল পরিবাহী শিপিং এজেন্ট ষ্টারপাথ সী ট্রেড লি. এর ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম, সর্বোচ্চ তেল আমদানীকারক শুনশিন এডিবল অয়েল লি. এর বিভাগীয় প্রধান (সাপ্লাই চেইন) মঈন উদ্দিন আহমেদ খান, সর্বোচ্চ রাজস্ব প্রদাণকারী শিপিং এজেন্ট ইউনিক মেরিটাইম লি. এর পরিচালক বদিউজ্জামান টিটুসহ বিভিন্ন ক্যাটাগরীতে অবদান রাখায় ২৩ জন বন্দর ব্যবহারকারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এরপর বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় প্রতিষ্ঠা বাষিকী।

উল্লেখ্য, ১৯৫০ সালের ১ ডিসেম্বর যাত্রা শুরু করে দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মোংলা। তবে প্রতি বছর ১লা ডিসেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়ে আসলেও এবার জাতীয় সংসদ নির্বাচনের কারণেই তা পিছিয়ে ৭ ফেব্রুয়ারী পালন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test