E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, শিক্ষককে গণধোলাই

২০১৯ ফেব্রুয়ারি ০৮ ১৮:১৫:৫৫
পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, শিক্ষককে গণধোলাই

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কেজি স্কুলের এক শিক্ষককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনগণ। 

শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার তরফ কামাল স্কয়ার প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক জুলফিকার সরকার ওরফে বেলজিয়াম ৫ম শ্রেণির এক ছাত্রীকে কোচিং পরীক্ষা নেয়ার কথা বলে একটি কক্ষে আটকিয়ে গলায় ধারালো চাকু ধরে ধর্ষণের চেষ্টা করে। এ ব্যাপারে থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছে শিশুটির মা।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার স্কুল ছুটি থাকলেও কোচিং পরীক্ষার জন্য আরো কয়েকজন সহপাঠির সাথে তরফ কামাল স্কয়ার প্রি-ক্যাডেট স্কুলে যায় ৫ম শ্রেণির ঐ ছাত্রী। সকাল ১০টায় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও শিশুটি বাড়ীতে না ফেরায় তার পরিবারের লোকজন অন্যান্য শিক্ষার্থীদের নিকট খোঁজখবর নিয়ে জানতে পারেন স্কুলে শিক্ষকের নিকট রয়েছে তাদের সন্তান। তখন তারা স্কুলে গিয়ে শিক্ষক বেলজিয়ামকে জিজ্ঞাসা করলে সে শিশুটি স্কুলে থাকার কথা অস্বীকার করে স্কুল তালাবন্ধ করে নিজেও অন্যত্র খোঁজার চেষ্টা করে এবং কৌশলে অন্যপথ দিয়ে আবারও স্কুলে আসলে এতে তাদের সন্দেহ হয়। তারা বিদ্যালয়ের অফিস কক্ষের দরজা ভেঙ্গে দেখতে পান লম্পট শিক্ষক শিশুটির গলায় ধারালো চাকু ধরে আছে। এসময় তারা তাকে হাতেনাতে ধরে ফেলে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মানুষ ঐ শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। এসময় গ্রামবাসীরা ঢাকা-দিনাজপুর মহাসড়কে স্কুলের চেয়ার টেবিল এনে তাতে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই শিক্ষককে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

(এসআরডি/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test