E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিগঞ্জের নলতায় তিন দিনব্যাপী ওরছ শুরু

২০১৯ ফেব্রুয়ারি ০৮ ২৩:১২:৪৯
কালিগঞ্জের নলতায় তিন দিনব্যাপী ওরছ শুরু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ইবাদ্তা বন্দেগীর মধ্য দিয়ে শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফের বাাির্ষক ওরছ।

আজকের দিনটি বিশেষ তাৎপর্যময়, মধ্য দিনে মধ্যাহৃভোজ আথিথেয়তা সহ দরবার শরীফের লাখ লাখ মানুষের উপস্থিতি দীর্ঘদিনের। বৃহষ্পতিবারও সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের সর্বত্র ছিল জনস্রোত, নলতা শরীফে জনস্রোত ছিল অতীতের যে কোন সময় অপেক্ষা সর্বাধিক, পাক রওজা শরীফকেই কেন্দ্র করে ভক্তদের আরাধনা নলতার মাটিতে চিরনিন্দ্রায় শায়িত আছেন বিংশ শতাব্দীর মহান ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, সুফি, সাধক হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ)। নলতা শরীফ বিশ্বময় পরিচিতি পেয়েছে, বিশ্বের দেশে দেশে নলতা শরীফের পরিচিতি, আর বিশেষ বিশেষত্বের প্রতিকী নলতা শরীফ আজ আলোক আভার উজ্জ্বলতায় তার একমাত্র কারন হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) মহান ব্যক্তিত্বের অন্তরের অন্তঃরাত্মার টানে মহনীয় আবেগে, ভক্তরা ছুটে আসে নলতা শরীফের মাটিতে পরম প্রাপ্তি আর চাওয়া পাওয়ার সমন্বয় এবং ইচ্ছার বহিঃপ্রকাশ নলতা শরীফ, রাতময় আয়োজকদের অনেকে রাত জেগে কাজ করেছেন।

দুপুরে লাখ মানুষ তাবারক গ্রহণ করেছে। ব্যাপক নিরাপত্তা সমগ্র প্রক্রিয়া যথাযথ ভাবে সম্পন্ন তার জন্য বিশেষ ব্যবস্থা দেশ বিদেশের বহু এলাকা হতে ভক্তরা অবস্থান নিয়েছে নলতা শরীফে গত কয়েক মাস পূর্ব হতেই ঘর বরাদ্দ সকলের লক্ষ ওরছ শরীফের দিনগুলো পাক রওজা শরীফের আশপাশে অবস্থান করা, স্থায়ী এবং অস্থায়ী শত শত ঘর আর প্রতিটি ঘরে ভক্তদের অবস্থান যারা ঘর পাইনি তারা আশ্রয় নিয়েছে আত্মীয়স্বজনদের বাড়ীতে, ঘর বরাদ্দ নিয়ে ক্ষোভও কম নয়, তবুও বাবজানের ওরছ মোবারক আর তাই সকলেই একে অপরের প্রতি সহনাভূতিশীল হাজারো মানষ, শত শত দোকান, হরেক রকমের পন্য সামগ্রী শত শত স্বেচ্ছাসেবকরা নিরবিচ্ছিন্ন ভাবে তাদের দায়িত্ব পালন করে চলেছে কোন ধরনের ক্লান্তী নেই, নেই কোন অলসতা, তথ্য কেন্দ্র অতি ব্যস্তময় পার করছে, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলস ভাবে দায়িত্ব পালন করে চলেছে, আলোআধারী নয়, নলতা শরীফ আলোক আভার বিচ্ছুরন আর লাখো মানুষের স্বতস্ফুত উপস্থিতি জানান দিচ্ছে সত্যিকার অর্থে মানুষের আত্মার মিলন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি তার প্রমান নলতা ওরছ মোবারক মানবতার দূত মানবতার প্রতিবিম্ব, শিক্ষা আর সংস্কারের অগ্রসেনানী হজরত খানবাহাদুর আহ্ছান উল্লা (রঃ) এঁর মহা পবিত্র রওজা সার্বজনিন তার এক অনন্য অসাধারণ অবস্থান সৃষ্টি করেছে, সত্যিই তো স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবাই মহান ব্রত।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test