E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় চেক-আপ ডায়গনোষ্টিকের যাত্রা শুরু

২০১৯ ফেব্রুয়ারি ০৯ ১৫:২৩:২৭
কেন্দুয়ায় চেক-আপ ডায়গনোষ্টিকের যাত্রা শুরু

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : সকল আধুনিক যন্ত্রপাতি ও এ বিষয়ে বিশেষজ্ঞ গণের তত্বাবধানে নতুন করে কেন্দুয়া পৌর শহরের দিগদাইর রোডে যাত্রা শুরু করল চেক-আপ ডায়গনষ্টিক সেন্টার। 

জাপানে তৈরি অত্যাধুনিক মেশিনে আলট্রাসনোগ্রাম, ইসিজি রিপোর্ট সহ, সব ধরনের কম্পিউরাইজট প্যাথলজিক্যাল পরীক্ষা এবং সকল প্রকার এক্সরে করার ব্যবস্থা রয়েছে।

চেক-আপ ডায়গনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালন রেশাদ খন্দকার মোমেন জানান, ময়মনসিংহ থেকে আগত অভিজ্ঞ ডিপ্লোমা ট্যাকনেশিয়ান ধারা সকল প্রকার টেষ্ট করা হয়।

তিনি জানান, উন্নত সেবার প্রতিশ্রোতি নিয়ে কেন্দুয়ায় চেক-আপ ডায়গনষ্টিক সেন্টারের যাত্রা শুরু করা হয়েছে। প্রতি বৃহস্পতিবার মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. নাফিসা সুলতানা সাথী ও ম্যাডিসিন ও নিউরো ম্যাডিসিন বিশেষজ্ঞ ডা. এইচ এম সোলাইমান খান নিয়মিত রোগি দেখবেন। রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত এক সময়ের আদর্শ কৃষক ও কেন্দুয়া বাজার কমিটির সাবেক সভাপতি প্রয়াত খন্দকার মতিউর রহমানের স্ত্রী খন্দকার রোকেয়া বেগম গত বুধবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে চেক-আপ ডায়গনষ্টিক সেন্টারে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্বোধনের পরদিন থেকেই দুই চিকিৎসক রোগী দেখা শুরু করেছেন। রেশাদ খন্দকার মোমেন চেক-আপ ডায়গনষ্টিক সেন্টারের সামগ্রীক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা চান।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test