E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

২০১৯ ফেব্রুয়ারি ০৯ ১৭:৩৪:৫৬
নাগরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো.রোকনুজ্জামান জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৯ শত ৪০ জন শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৯ শত শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানের লক্ষ্য মাত্রা নিয়ে উপজেলার ১২ টি ইউনিয়নে ২ শ ৮৯ টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ১৪৫ জন সুপারভাইজারের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে দুজন করে স্বেচ্ছাসেবক ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজ করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে সারাদেশে চলমান ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ভারতীয় নয় দেশীয় কোম্পানির উৎপাদিত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কোনো একটি শিশু যেন ভিটামিন এ ক্যাপসুল খেয়ে অসুস্থ্য নাহয় সেজন্য শিশুর প্রকৃত বয়স জেনে তাকে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

সকালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কুদরত আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহীদুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর প্রমুখ।

(আরএসআর/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test