E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিহাতীতে তিন শিক্ষক বহিষ্কার, ১ শিক্ষকের কারাদণ্ড

২০১৯ ফেব্রুয়ারি ০৯ ১৮:৪৪:৪৬
কালিহাতীতে তিন শিক্ষক বহিষ্কার, ১ শিক্ষকের কারাদণ্ড

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে ২৫৫ নং এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে অবহেলা করার কারণে তিন শিক্ষককে বহিষ্কার ও এক শিক্ষককে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ ফেব্রুয়ারি)দুপুরে দায়িত্বরত কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার রেজা মো. গোলাম মাছুম প্রধান এর নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।

বহিষ্কৃতরা হচ্ছেন, এলেঙ্গা উচ্চ বিদ্যালয় ভেন্যুর সুপার দেউপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবানন্দ সূত্রধর, নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শাহিনা পারভীন ও এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের মিঠুন হাসান অভি ও এলেঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমানকে পরিচয় গোপন করার অপরাধে, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে সাত দিনের কারাদন্ড দেয়া হয়েছে।

(আরকেপি/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test