E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪ দিনব্যাপী মধুপুরে ১২৮ তম গারো ব্যাপ্টিস্ট কনভেনশন সমাপ্ত

২০১৯ ফেব্রুয়ারি ১০ ১৭:৫৪:৩৯
৪ দিনব্যাপী মধুপুরে ১২৮ তম গারো ব্যাপ্টিস্ট কনভেনশন সমাপ্ত

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : মধুপুরে ৪দিন ব্যাপী ১২৮তম গারো ব্যাপ্টিস্ট কনভেনশন সমাপ্ত হয়েছে। “বিশ্বাসী জীবনের বৈশিষ্ট” এ মূলসুর নিয়ে মধুপুর উপজেলার পল্লী প্রকৃতির ছায়া ঘেরা ভূটিয়া ব্যাপ্টিষ্ট মন্ডলী মলাজানী সার্কিট প্রাঙ্গনে গত ৭ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে রবিবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত নানা কর্মসূচীর মধ্য দিয়ে এ কনভেনশন শেষ হয়। 

৪ দিন ব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, মধুপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, জিবিসির প্রেসিডেন্ট পাস্টার পঙ্কজ মারাক, ভাইস প্রেসিডেন্ট পাস্টার পরিতোষ চিসিম, পাস্টার অভয় চিসিম, প্রদত্ত ঘাগ্রা, ডিকন তড়িৎ মানখিন, জোনাথন বনোয়ারী ও মিসেস মিতালী কুবি। প্রধান বক্তা ছিলেন রেভাঃ লিটন ম্রং।

পরে সর্বসম্মতিক্রমে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের কেন্দ্রিয় কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রেসিডেন্ট পাস্টার পঙ্কজ মারাক (বিরিশিরি), ভাইস প্রেসিডেন্ট পাস্টার পরিতোষ চিসিম (কলমাকান্দা), জেনারেল সেক্রেটারী পাস্টার অভয় চিসিম (হালুয়াঘাট), ফাইনান্স ডিরেক্টর পাস্টার প্রদত্ত ঘাগ্রা (বিরিশিরি), এসোসিয়েট ফাইনান্স ডিরেক্টর ডিকন তড়িৎ মানখিন (হালুয়াঘাট), সদস্য পাস্টার জোনাথন বনোয়ারী (শেরপুর) ও সদস্য মিসেস মিতালী কুবি (কলমাকান্দা) নির্বাচিত হয়েছেন। এ কনভেনশনে দেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকেনা জেলার ১১টি সার্কিটের কয়েক হাজার নারী,পুরুষ, শিশু কিশোরসহ নানা শ্রেণী পেশার ব্যাপ্টিস্ট গারোদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

(আরকেপি/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test