Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

বরিশালে কারিগরি শিক্ষকদের মানববন্ধন

২০১৯ ফেব্রুয়ারি ১০ ১৮:৪৩:১৫
বরিশালে কারিগরি শিক্ষকদের মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মূল বেতনের ১০ শতাংশ কর্তনের প্রতিবাদে বরিশাল ভোকেশনাল শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

রবিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন শেষে সংগঠনের জেলা সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খোকন, কারিগরি শিক্ষক সমিতির বিভাগীয় সভাপতি শওকত আলী মিয়া ও সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, কারিগরি শিক্ষকদের মূল বেতন থেকে অবসর এবং কল্যান তহবিলে ছয় ভাগ করে কর্তন করা হতো। তবে জানুয়ারী মাসের বেতন থেকে অতিরিক্ত আরও চার ভাগসহ মূল বেতন থেকে ১০ ভাগ কর্তন করা হচ্ছে। অথচ সাধারণ শিক্ষকদের আগের মতোই মূল বেতনের ছয় ভাগ কর্তন করা হচ্ছে। তাই কারিগরি শিক্ষকদের বেতন থেকে অতিরিক্ত অর্থ কর্তনের সিদ্ধান্ত পূনঃবিবেচনার দাবী জানানো হয়। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর দাবী সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৯)পাঠকের মতামত:

২৪ জুলাই ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test