Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

রাণীশংকৈলে বেহাল সড়কে নাজেহাল পরীক্ষার্থীরা

২০১৯ ফেব্রুয়ারি ১১ ১৬:১৮:৩৭
রাণীশংকৈলে বেহাল সড়কে নাজেহাল পরীক্ষার্থীরা

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলায় বেহাল সড়কে নাজেহাল হয়ে পড়ছেন পরীক্ষার্থীরা।

মাধ্যমিক বিদ্যালয় সনদ (এসএসসি) পরীক্ষার ৬টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে পৌরশহরে অবস্থিত পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের চলাচলে সড়কটি খাল খন্দে ভরে থাকায় পরীক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে চরম দুঃশচিন্তায় রয়েছেন অভিভাবকরা। সড়কের বেহাল অবস্থায় যে কোন সময় দুর্ঘটনা ঘটার আশংকা করছেন তারা। এ পরীক্ষা কেন্দ্রে বিশটি উচ্চ বিদ্যালয়ের ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন বলে নিশ্চিত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন বসাক।

সোমবার সরজমিনে গিয়ে দেখা যায়, বন্দর ডিগ্রী কলেজ মহাসড়ক মোড় থেকে পৌরশহরের আওতাধীন পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রায় ১কিলোমিটার সড়কটির বিভিন্ন স্থানে সড়কের কার্পেটিং উঠে বড় বড় খালে খন্দে ভরে গেছে। এ সড়কে অটো চার্জার পাগলু কিংবা ভ্যান গাড়ীগুলো চরম বিপদজনক ভাবে চলাচল করছে পরীক্ষার্থীদের নিয়ে। সড়কটির মহাসড়ক থেকে সংযোগস্থলের কিছুদুরে খাল খন্দে ভরে পানি আটক হয়ে কাদামাটির সৃষ্টি হয়েছে তার একটু সামনে কার্পেটিং উঠে খালে ভরে গেছে তার কিছু দুরে সড়কের দুই সাইট ভেঙ্গে গেছে।

পরীক্ষা কেন্দ্রের সন্নিকটে সড়কের কার্পেটিং উঠে মাঝখানে উচু দুই সাইডে খাল হয়ে ঢালু হয়ে গেছে যেখান দিয়ে একটি মোটরসাইকেলকেও সাবধানে যেতে হয়। আর অটো চার্জার ভ্যানগাড়ীগুলোতে একটু বেকায়দা হলেই পরীক্ষার্থীদের নিয়ে পাল্টি খাওয়ার মত অবস্থা সৃষ্টি হচ্ছে। সড়কটির অন্তত ৭টি জায়গায় গুরতর সমস্যা হয়ে রয়েছে। যা সংস্কার করা অতি জরুরী হয়ে পড়েছে।

অভিভাবকদের অভিযোগ এমন সড়কে আমাদের ছেলে মেয়েরা পরীক্ষা দিতে গেলেও সড়কটি সাময়িক হলেও সংস্কারে কোন উদ্যোগ নেই প্রশাসনসহ পৌরসভা কতৃপক্ষের।

সোমবার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী জাবেদ আলীর মতামত জানতে অফিসে ও ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নি। মেয়র আলমগীর সরকারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনিও রিসিভ করেন নি।

(কেএএস/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ জুলাই ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test