E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে রাবার ড্যাম স্থাপনে কৃষকের মুখে হাসি

২০১৯ ফেব্রুয়ারি ১২ ১৫:৪৪:০৭
হালুয়াঘাটে রাবার ড্যাম স্থাপনে কৃষকের মুখে হাসি

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামের মেনংছড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উদ্যোগে ২০১২ সনের ৬ ডিসেম্বর রাবার ড্যাম স্থাপনে স্থানীয় কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক। 

মেনংছড়া রাবার ড্যামটি ২০১২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি উদ্বোধন করেন। রাবার ড্যাম স্থাপনের ফলে স্থানীয় প্রায় পাঁচশতাধিক কৃষকের প্রায় ৪শত একর বোর আবাদের মাঠে সেচ কাজে বিনামূল্যে ব্যাবহার করছেন পানি।

স্থানীয় কৃষকরা জানান, রাবার ড্যাম এর মাধ্যমে বিনামূল্যে পানি সরবাহ হওয়ায় ফসল উৎপাদন করতে তাদের সার ও বীজ ধান ব্যাতীত কোন কিছু ক্রয় করতে হয়না। ফলে স্বাচ্ছন্দে চাষাবাদ করে ফসল উৎপাদন করছেন তারা।

লক্ষীকুড়া গ্রামের মৃত শামছুদ্দিনের পুত্র রাবার ড্যামটির ম্যানেজার নাজিম উদ্দিন বলেন, সকল কৃষকের জমিতে সেচ কাজের জন্য প্রতি মৌসুমে তাকে প্রদান করা হয় ত্রিশ হাজার টাকা। সরকার রাবার ড্যামটি স্থাপন করে তাদের জীবন যাত্রার মান পরিবর্তন করেছেন বলে জানান।

(জেসিজি/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test