E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুজানগরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের গণসংবর্ধনা

২০১৯ ফেব্রুয়ারি ১২ ১৯:০৫:১২
সুজানগরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের গণসংবর্ধনা

সুজানগর (পাবনা) প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাশেম মাস্টারে কনিষ্ঠ পুত্র শাহিনুজ্জামান শাহিন কে মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে কাজীরহাট লঞ্চ ঘাটে পৌছালে তাকে ফুলেল তোড়া ও মালা দিয়ে উপজেলা আ’লীগ এবং পৌর আ’লীগ ও সকল ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ এ গণসংর্বধণা প্রদান করেন।

এসময় হাজার হাজার হোন্ডা, মাইক্রোবাস, ট্রাক, সিএনজি সহ হাজারো নেতাকর্মী বিশাল শোভাযাত্রা নিয়ে শাহিনুজ্জামান শাহিন কে নিয়ে তার পিতা মরহুম আবুল কাশেম মাস্টার সহ শহীদদের কবর জিয়ারত করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প অর্পন শেষে সুজানগর বাস টার্মিনালে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে ও পৌর আ’লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সঞ্চালনায় বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাজাহান আলী খান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সাইদুর রহমান সাইদ, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, পৌর আ’লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক সরদার রাজু আহমেদ, পৌর আ’লীগের সহ-সভাপতি মসলেম উদ্দিন মুছা, সাধারণ সম্পাদক শেখ মিলন, যুগ্ন সম্পাদক মেহেদী মাসুদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পাশু সর্দার, যুবলীগ নেতা নাসিম, সেলিম, রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। এ ছাড়া ইউনিয়নের আ’লীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test