E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে বিদ্যুতের আলোয় আলোকিত হলো আরও ৩টি গ্রাম

২০১৪ জুলাই ২২ ১৫:৪১:২১
শেরপুরে বিদ্যুতের আলোয় আলোকিত হলো আরও ৩টি গ্রাম

শেরপুর প্রতিনিধি : শেরপুরে আরও তিনটি গ্রামকে বিদ্যুতের নতুন সংযোগের আলোয় আলোকিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাদাতেঘরিয়া, বড়ইতলা ও চকসাহাব্দী আসামপাড়া নামে প্রত্যন্ত ওই গ্রাম তিনটিতে বিদ্যুতের নতুন সংযোগের সুইচ টিপে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ, স্থানীয় সংসদ সদস্য আতিউর রহমান আতিক।

এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. হায়দার আলী, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মাসরুল হক খান, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমীর আলী সরকার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চেয়ারম্যান তার সাথে ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আক্কাছ আলী, কিছমত পাশা, আনিছুর রহমান, ডা. একেএম লেবু ও মনির উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনিসহ সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, জেলা সদর থেকে প্রায় ১৫ কি.মি দূরে অবস্থিত বলাইয়েরচর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী চকসাহাব্দী আসামপাড়া এবং প্রায় ১০ কি.মি দূরে অবস্থিত পাকুরিয়া ইউনিয়নের বাদাতেঘরিয়া ও বড়ইতলা গ্রাম। ওই গ্রাম তিনটিতে এতদিন কোন বিদ্যুতের সংযোগ না থাকায় ছিল না আধুনিকতার ছোঁয়া। ফলে এগিয়ে যাওয়া দেশের উন্নয়ন উৎকর্ষের এই সময়েও গ্রাম দুটি ছিল অন্ধকারে নিমজ্জিত। পল্লী বিদ্যুৎ বিভাগের অধীনে প্রায় ৯৪ লাখ টাকা ব্যয়ে এখন নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে গ্রাম তিনটির প্রায় চার হাজার পরিবার বেজায় খুশি। তারা এখন ভাসছে আনন্দের জোয়ারে। পাকুরিয়া ইউনিয়নের বাদাতেঘরিয়া গ্রামের ব্যবসায়ি হাবেজ আলী, আশরাফ উদ্দিন সহ আরো কয়েকজন বলেন, আমাদের সংসার জীবনসহ ছেলেমেয়েদের লেখাপড়া ও উন্নয়ন কর্মকাণ্ডে এই বিদ্যুৎ এখন এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, এর আগে গত চার মাসে সদর উপজেলার বরাটিয়া, খুজিউড়া, সূর্যদী পশ্চিমপাড়া ও চরসাপমারী গ্রামকে বিদ্যুতায়নের মাধ্যমে আলোকিত করা হয়।

(এইচবি/জেএ/জুলাই ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test