E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মির্জাগঞ্জে হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান ও মতুয়া মহাসম্মেলনের উদ্বোধন

২০১৯ ফেব্রুয়ারি ১৪ ১৭:৪৪:৫০
মির্জাগঞ্জে হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান ও মতুয়া মহাসম্মেলনের উদ্বোধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী হরিগুরু গোপালচাঁদ মতুয়া মন্দিরে ষোলতম দুইদিন ব্যাপি বাৎসরিক হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান ও মতুয়া মহাসম্মেলন বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গনে উদ্বোধন করা হয়েছে।

বিশ্বমঙ্গল ও মানব কল্যানের জন্য মির্জাগঞ্জ বাজার সংলগ্ন কেন্দ্রীয় মন্দিরে মঙ্গলঘট স্থাপন ও অহরাত্র হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন শ্রীমতি কানন দেবী সাধু ঠাকুর।

উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরিগুরু গোপালচাঁদ মতুয়া মন্দিরের সভাপতি শ্রী বঙ্কিম চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের সিনিয়র সহ-সভাপতি মতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, শ্রী ধাম লক্ষীখালীর শ্রী সাগর চাঁদ সাধু ঠাকুর, বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব শ্রী প্রভাষ চন্দ্র বিশ্বাস ও পৌরহিত্য করবেন ছোট সিঙ্গার শ্রী সুধন্য চাঁদ সাধু ঠাকুর।

এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি বলেন, দুইদিন ব্যাপি অনুষ্ঠান মালার মধ্যে ভোর আরতি,নগর ও গোপাল চাঁদের সন্ধ্যা আরতী কীর্তন, ভক্তিমূলক গান, ভারতের পশ্চিমবঙ্গের শিল্পীদের পরিচালনায় ধর্মীয় পালা কীর্তন,ধর্মীয় আলোচনা এবং কবি গান। মতুয়া সম্মেলন শুরু হয়েছে। বিভিন্ন এলাকা থেকে মতুয়া ভক্তরা এসেছেন।

এ অনুষ্ঠানে শান্তিশৃংখলা বজায় রাখার জন্য আইন শৃংখলা বাহীনির সদস্যে রয়েছে। এবারে এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ন্থান থেকে ২৭টি মতুয়া দল এ মন্দিরে এসে হরিনাম সংকীর্তন করেন।

(ইউজে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test