E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ভালবাসা দিবসে শিক্ষার্থীদের মাঝে ইউনিফরম বিতরণ

২০১৯ ফেব্রুয়ারি ১৪ ১৮:০৯:৩৮
টাঙ্গাইলে ভালবাসা দিবসে শিক্ষার্থীদের মাঝে ইউনিফরম বিতরণ

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলে বিশ্ব ভালবাসা দিবসে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) জেলা পরিষদ সংলগ্ন বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডশীপ স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক জুয়েল আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)’সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক ও শিশু শিক্ষার্থীরা।

টাঙ্গাইলে ফ্রেন্ডশিপ স্কুল বাংলাদেশ ২০১২ সালে শুরু হয়েছিলো মাত্র ২৯ জন শিশু নিয়ে। এখন টাঙ্গাইলে ফ্রেন্ডশিপ স্কুলের ৪ টি শাখায় প্রায় ৫শতাধিক সুবিধাবঞ্চিত হত দরিদ্র, এতিম শিশু বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে।

একদিন সমগ্র বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌছে যাবে এই শিক্ষাসেবা এমন স্বপ্ন নিয়েই স্কুলটি প্রতিষ্ঠা করেন সাংবাদিক জুয়েল আহমেদ।

(আরকেপি/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test