E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

হালুয়াঘাটে সংস্কারের অভাবে ভেঙ্গে পড়ছে সরকারি স্থাপনা

২০১৯ ফেব্রুয়ারি ১৪ ১৮:৩১:৪৫
হালুয়াঘাটে সংস্কারের অভাবে ভেঙ্গে পড়ছে সরকারি স্থাপনা

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে সংস্কারের অভাবে ভেঙ্গে পড়ছে সরকারী স্থাপনা সেড ঘর। গত ২০০৪ সনের ১লা বৈশাখ ঘূর্ণিঝরে লন্ডভন্ড হয়ে যায় গাজিরভিটা ইউনিয়নের সমনিয়াপাড়া বাজারসহ আশেপাশের প্রায় ২০-২৫টি গ্রাম, ক্ষতিগ্রস্থ হয় কয়েকশত ঘরবাড়ি ও দোকান পাট। 

অকাল মৃত্যুর কুলে ঢলে পড়েন প্রায় ২৫ জন ব্যক্তি। বিভিন্ন দাতা সংস্থা ও সরকারী অর্থায়নে পূর্ণবাসন করা হয় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের। পাশাপাশি সাধারণ ব্যবসায়ীদের জন্য তৎকালীন সময়ে সরকারী অর্থায়নে নির্মাণ করা হয় সেড ঘর। নির্মাণের প্রায় ১৫ বছর অতিবাহিত হলেও করা হয়নি সংস্কার কাজ। ফলে পরিত্যাক্ত অবস্থায় রয়েছে ব্যবসায়ীদের জন্য নির্মাণ করা সরকারী স্থাপনা। সম্প্রতি উক্ত স্থাপনায় সরকারী ভাবে স্থাপন করা হয় সোলার প্যানেল। তথাপি ব্যাবহার হচ্ছেনা ব্যবসায়ীদের নির্মাণাধীন স্থাপনা সেড ঘর।

স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি কুদরত মন্ডল জানান, সেড ঘর গুলি নাজেহাল থাকার কারণে সাধারণ ব্যবসায়ীরা রাস্তার উপর ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন। স্থানীয়ার সেড ঘরটির সংস্কার দাবী জানান।

এ বিষয়ে গাজিরভিটা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন জানান, ভাঙ্গা ও পরিত্যাক্তবস্থায় সরকারী স্থাপনা গুলি থাকার কারণে ব্যবসায়ীরা ব্যবসা বানিজ্য পরিচালনা করতে পারছেন না। তিনি স্থাপনা গুলি সংস্কারের দাবী জানান।

(জেসিজি/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test