E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীগঞ্জে সরকারি ডিপ টিউবওয়েল মহিলা মেম্বারের বাড়িতে, এলাকায় উত্তেজনা

২০১৯ ফেব্রুয়ারি ১৪ ১৮:৪৯:৩৫
নবীগঞ্জে সরকারি ডিপ টিউবওয়েল মহিলা মেম্বারের বাড়িতে, এলাকায় উত্তেজনা

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ : নবীগঞ্জের আলমপুর গ্রামে উপজেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত একটি ডিপ টিউবওয়েল নিজ বাড়িতেই স্থাপন করলেন সংরক্ষিত আসনের মহিলা মেম্বার শিবু রাণী দেব। 

ওই দরিদ্র এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির তীব্র সংকট থাকার পরও মহিলা মেম্বার নিজ বাড়িতে ডিপ টিউবওয়েলটি স্থাপন করায় গ্রামের মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি বাড়িতে ডিপ টিউবওয়েল স্থাপনের সময় গ্রামের কিছু মানুষ আপত্তি জানালে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে গ্রামের সাধারণ মানুষদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি নিয়ে সংঘর্ষের আশংকা রয়েছে বলে মনে করছেন গ্রামবাসী।

গ্রামবাসী ও বিভিন্ন সূত্রে জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার শিবু রাণী দেবের বাড়িতে সম্প্রতি একটি ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হয়। কাজ শুরু হলে গ্রামের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়। ডিপ টিউবওয়েলটি শিবু রাণী তার বাড়ির মূল ঘরের সাথে বসানো শুরু করলে গ্রামের কিছু সচেতন লোক তার বাড়িতে গিয়ে ডিপ টিউবওয়েলটি কার নামে বরাদ্দ হয়েছে জানতে চান।

এ সময় শিবু রাণী দেব জানান এটি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী তার নামে বরাদ্দ করেছেন। তখন উপস্থিত জনতা টিউবওয়েলটি তার বাড়ির মূল ঘরের সাথে না বসিয়ে গ্রামের মানুষের পানি ব্যবহারের সুবিধার্থে রাস্তার পাশে বসানোর অনুরোধ করেন। এ সময় শিবু রাণী উত্তেজিত হয়ে উঠেন এবং এটা তার ইচ্ছা বলে গ্রামের লোকজনদের সাথে বাক বিতন্ডায় লিপ্ত হন।

পরে গ্রামের কয়েকজন মুরব্বী এসে পরিস্থিতি সামাল দেন। গ্রামের সাধারণ মানুষের সুপেয় পানি ব্যবহারের সরকারী ডিপ টিউবওয়েলটি সংশ্লিষ্ট মেম্বারের বাড়ির মূল ঘরের সাথে বসানো হলে পরবর্তীতে তিনি তার নিজেস্ব কাজে ব্যবহার করবেন বলে মনে করছেন গ্রামবাসী।

স্থানীয় লোকজন জানান, এই এলাকায় কোনো ডিপ টিউবওয়েল নেই। বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে একটি টিউবওয়েলের অভাবে শিক্ষার্থীরা পানি পান করতে পারছে না। কিন্তু মহিলা মেম্বার সেদিকে খেয়াল না রেখে তার বাড়িতে সরকারী ডিপ টিউবওয়েল স্থাপন করেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ।

বিষয়টি নিয়ে উপজেলা জনস্বাস্থ্য ও পাবলিক হ্যাল্থ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি ডিপ টিউবওয়েল মহিলা মেম্বার শিবু রাণী দেবের বাড়িতে বসানোর কথা রয়েছে এবং এটা নবীগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃক তার নামে বরাদ্দ করেছে।

(এম/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test