E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালের ১৪ উপজেলার তফসীল ঘোষণা

২০১৯ ফেব্রুয়ারি ১৪ ২৩:১৫:২১
বরিশালের ১৪ উপজেলার তফসীল ঘোষণা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : তৃতীয় ধাপের ঘোষিত তফসীলে আগৈলঝাড়াসহ বরিশাল বিভাগের ১৪ উপজেলায় অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। 

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রজ্ঞাপন জারি করেন। একই সাথে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের দায়িত্ব বন্টন করা হয় ওই প্রজ্ঞাপনে। প্রজ্ঞাপন অনুযায়ি প্রার্থীদের মনোয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, প্রার্থীতা বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ৭ মার্চ এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৪ মার্চ।

তৃতীয় ধাপের নির্বাচনে দেশে ১শ ২৭টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভাগের মধ্যে বরিশাল সদর, মুলাদী, হিজলা, বানারীপাড়া, গৌরনদী, উজিরপুর, আগৈলঝাড়া, বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ উপজেলাসহ ঝালকাঠী জেলার নলছিটি, রাজাপুর, কাঠালিয়া ও ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগৈলঝাড়া, উজিরপুর, বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ উপজেলায় রিটার্নিং অফিসারের দ্বায়িত্ব পালন করবেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের দ্বায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

বরিশাল সদর, মুলাদী, হিজলা, বানারীপাড়া ও গৌরনদী উপজেলার রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সহকারী রিটার্নিং অফিসারের দ্বায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগন।

একই ভাবে ঝালকাঠী জেলার সদর, নলছিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় জেলা নির্বাচন অফিসার। বোরহান উদ্দিন উপজেলায় রিটার্নিং অফিসারের দ্বায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন অফিসার।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test