E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

লোহাগড়ার সাবেক চেয়ারম্যান পলাশ হত্যার এক বছর অতিবাহিত, বাদীর চার্জশীট প্রত্যাখান

২০১৯ ফেব্রুয়ারি ১৫ ০০:৩০:২৯
লোহাগড়ার সাবেক চেয়ারম্যান পলাশ হত্যার এক বছর অতিবাহিত, বাদীর চার্জশীট প্রত্যাখান

নড়াইল প্রতিনিধি : আজ ১৫ ফেব্রুয়ারি নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ হত্যাকান্ডের এক বছর অতিবাহিত হল। বিগত ২০১৮ সালের এই দিন দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে দুর্বৃত্তদের হাতে খুন হয় সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ। পুলিশ ১০ মাস পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার চার্জীশীট আদালতে দাখিল করলেও বাদী নারাজি দাখিল করেছেন। এ দিকে,পলাশ হত্যার এক বছর পূর্ণ হওয়ায় তার পরিবারের পক্ষ থেকে দিঘলিয়ায় শুক্রবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

জানা গেছে, বিগত ২০১৮ সালে ১৫ ফেব্রুয়ারী দুপুর ১২টায় লোহাগড়া উপজেলা চত্বরে প্রকাশ্যে খুন হন দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান কুমড়ী গ্রামের শেখ লতিফুর রহমান পলাশ। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে একটি বৈঠকের মাঝে চেয়ারম্যান পলাশ সঙ্গীয় আরেক ইউপি সদস্যকে নিয়ে উপজেলা পরিষদের বাইরে আসার পথে ভূমি অফিস এবং নির্বাচন অফিসের মাঝের সড়কে এই হত্যাকান্ড সংঘঠিত হয়। ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা প্রথমে তাকে গুলি করে এবং পরে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।

ঘটনার ৩দিন পর নিহত পলাশের বড়ভাই নড়াইল জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু বাদী হয়ে ১৫জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর পুলিশ এ মামলার প্রধান আসামী নড়াইল জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামানকে ঢাকা থেকে এবং তার ভাই শরীফ বাকী বিল্লাহকে কুমড়ী থেকে আটক করে।

চাঞ্চল্যকর এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও লোহাগড়া থানার তৎকালীন ইন্সপেক্টর মনিরুল ইসলাম সন্দেহভাজন কয়েকজনের মোবাইল ফোন তথ্য-প্রযুক্তির মাধ্যমে ট্রাকিং করে ২২ মার্চ চট্টগ্রাম থেকে গোলাম কিবরিয়া,২৩ মার্চ নারায়নগঞ্জ থেকে সৈয়দ রোমান আলী এবং ঢাকার তেজগাঁও থেকে আল আমিনকে আটক করে। আটককৃত আসামীরা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

মামলার অন্য আসামী মাসুদুজ্জামান, সরদার ওহিদুর রহমান,খায়ের শেখ,বাবু শেখ,রওশন শেখ,বনি শেখ,কোটো শেখ,সৈয়দ হেদায়েত আলী,নজরুল ফকির,রিপন শেখ,রব মোল্যা,ইমতিয়াজ আহম্মেদ মাসুম, সোহেল খাঁ বিভিন্ন সময়ে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে।

দীর্ঘ ১০ মাস তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও লোহাগড়া থানার তৎকালীন ইন্সপেক্টর মনিরুল ইসলাম আসামী মাসুদুজ্জামান, বনি শেখ, কোটো শেখ, খায়ের শেখ, গোলাম কিবরিয়া, সৈয়দ রোমান আলী, আল আমিন ও শান্তকে আসামী করে ১৬ অক্টোবর আদালতে পলাশ হত্যা মামলার চার্জশীট দাখিল করেন। এক মাস পর মামলার বাদী মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু ২৬ নভেম্বর দাখিলকৃত চার্জশীট প্রত্যাখান করে এবং মামলার পূনঃ তদন্ত চেয়ে আদালতে নারাজি দাখিল করেন। বিজ্ঞ আদালত আগামী ১৯ ফেব্রুয়ারি চাঞ্চল্যকর এ মামলার শুনানীর দিন ধার্য্য করেছে।

এ দিকে মামলার বাদীসহ নিহত সাবেক চেয়ারম্যান পলাশের পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি ধামকি অব্যহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test