E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি হস্তান্তর 

২০১৯ ফেব্রুয়ারি ১৫ ১৭:১৫:৩৪
গৌরীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি হস্তান্তর 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে নব নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ইউএনও ফারহানা করিম। এসময় জাতীয় সংগীত পরিবেশন করেন গৌরীপুর সংগীত নিকেতনের শিল্পীরা। পরে ভবনের চাবি হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম জানান, ২ কোটি ২৭ লক্ষ ৪১ টাকা ব্যয়ে এ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মিত হয়েছে। গত বছর ২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহের অন্যান্য উন্নয়ন প্রকল্পের সাথে গৌরীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি উদ্বোধন করেন। তিনি বলেন, কমপ্লেক্সে ভবনের রক্ষণাবেক্ষণ ও দোকান বরাদ্দের জন্য জেলা প্রশাসককে আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

ইউএনও ফারহানা করিমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো. ওয়াহেদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা প্রমুখ।

(এসআইএম/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test