E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মাদক নিমূর্লে ঘরে ঘরে সংস্কৃতির বিকাশ অপরিহার্য’

২০১৯ ফেব্রুয়ারি ১৬ ১৮:৫৫:০৩
‘মাদক নিমূর্লে ঘরে ঘরে সংস্কৃতির বিকাশ অপরিহার্য’

সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া (নেত্রকোনা) : বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নেত্রকোনা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিল বলেছেন, মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করে মানব সম্পদে পরিনত করতে হবে। 

তিনি বলেন, এজন্য মাদক নির্মূলে দেশের প্রতিটি ঘরে ঘরে সংস্কৃতির বিকাশ একান্ত অপরিহার্য।

শুক্রবার রাতে তেলিপাড়া বাজার, রাজি নদী স্মৃতি সংঘের আয়োজনে ঐতিহাসিক নাটক “নাচ মহল” এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

পূর্ব ময়মনসিংহের প্রখ্যাত নাট্যশিল্পী সাজিউড়া গ্রামের কৃতি সন্তান স্বর্গীয় সুশীল বিশ্বাস স্মরণে শ্রী ভৈরবনাথ গঙ্গোপদ্যায় রচিত “নাচ মহল” নাটকটি মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মঞ্চস্থ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজী নদীর স্মৃতি সংঘের সভাপতি কামরুল হাসান।

কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নূরুল ইসলাম, নাট্য পরিচালক কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক আব্দুল মান্নান ভূঞা, মোজাফরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নাট্যশিল্পী মো: দিদারুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, উপজেলা পরিষদে সাবেক ভাইস-চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান, জাহানারা রোজি, কান্দিউাড়া ইউপির সাবে চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বলাইশিমুল ইউপির সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান, মোজাফরপ্রু ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদ চৌধুরী, নওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মামুনুল কবীর খান (হলি) সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। পরে রাজী নদী স্মৃতি সংঘের সভাপতি এম.পি অসীম কুমার উকিলের হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test