E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিমুক্ত থেকে কাজ করতে হবে’

২০১৯ ফেব্রুয়ারি ১৭ ১৮:০৬:৫২
‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিমুক্ত থেকে কাজ করতে হবে’

নওগাঁ প্রতিনিধি : সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির উর্ধে থাকার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, সরকারের লক্ষ্য আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। আর এই লক্ষ্য অর্জন করতে হলে দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভুমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, সরকারি সকল বিভাগের কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থেকে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমার তথা সরকারের অবস্থান সুস্পষ্ট। আমি দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেয়া হবেনা। কারণ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।

তিনি আরও বলেন, দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবেনা। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব এবং ন্যায় নীতি সততা ও নিষ্ঠার কারনে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে। আগামী ৫ বছর দেশকে উন্নয়নের ক্ষেত্রে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার যে উদ্যোগগুলো হাতে নিয়েছেন, দুর্নীতি সেগুলোকে বাধাগ্রস্থ করতে যাতে না পারে, সে দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।

রবিবার নওগাঁ জেলার মাসিক সমন্বয়সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারী কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে যে লক্ষ্য নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ অর্জন করেছি, সেই লক্ষ্য বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে বর্তমান সরকারের যে নির্বাচনী ইস্তেহার তা বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ সারা পৃথিবীতে মধ্য উন্নয়নের এক রোল মডেল হয়েছে। আমাদের উন্নয়নে পৃথিবীর অন্যান্য দেশ এখন বাংলাদেশকে অনুকরন করতে চায়। আমাদের এই উন্নয়ন ধরে রাখতে হবে। আমরা ইতোমধ্যেই মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল এমডিজি অর্জন করেছি। এখন সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল এসডিজি অর্জনের পথে হাঁটতে শুরু করেছি।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এই সমন্বয়সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। আয়োজিত মাসিক সমন্বয়সভায় পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেনসহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার বৃন্দসহ সমন্বয়সভার সকল সদস্য উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test