E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীশংকৈলে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

২০১৯ ফেব্রুয়ারি ২০ ১৭:১৪:২০
রাণীশংকৈলে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : গণতন্ত্র চর্চায় ছাড় দেওয়ার মানসিকতা তৈরির লক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনূষ্ঠিত হয়েছে। 

বুধবার উপজেলার ১৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে সকাল নয়টা থেকে সোয়া চারটা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিটি বিদ্যালয়ের তিনটি ক্লাশের মোট সাতজন ক্যাপ্টেন নির্বাচিত হবে।
নির্বাচনে শিক্ষার্থীরা নিজেই রিটানিং কর্মকর্তা হয়ে ভোট প্রদানের বুথ নির্ণয় প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা নিরাপত্তায় আনসার সদস্য শিক্ষার্থীদের মাঝে থেকেই নিয়োগ করে ভোট গ্রহণের প্রস্তুতি সর্ম্পূণ করে পুরো কড়াকড়ি নিয়মে ভোট নেন ।

এদিন ভান্ডারা ও মীরডাঙ্গী এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে ক্রম্বানয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। প্রার্থীরা ভোটারদের নিকট তাদের ভোট প্রার্থনা করছেন।

এ সময় কথা হয় ভান্ডারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রিটানিং কর্মকর্তা ৫ম শ্রেনীর শিক্ষার্থী আফরিনা মৌ ও প্রিজাইডিং কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, ৩য়,৪র্থ, ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা এ নির্বাচনে প্রার্থী হবে । আমাদের এখানে সাতটি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী ভোটে অংশ গ্রহণ করেছেন।

এ ব্যাপারে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুনজুরুল আলমকে অফিসে এবং মুঠোফোনে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা বলেন, ভোট অত্যন্ত শান্তির্পুণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটার খবর পাওয়া যায় নি।

(কেএএস/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test