E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে দুর্নীতি প্রতিরোধে ভোট দিল প্রাথমিক শিক্ষার্থীরা!

২০১৯ ফেব্রুয়ারি ২০ ১৭:১৮:০৪
সাপাহারে দুর্নীতি প্রতিরোধে ভোট দিল প্রাথমিক শিক্ষার্থীরা!

নওগাঁ প্রতিনিধি : বুধবার নওগাঁর সাপাহারে দুর্নীতি প্রতিরোধ সমাজ গঠনে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নেতৃত্ব বিকাশের জন্য ক্ষুদে শিক্ষার্থীদের স্টুডেন্টস কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিশুরা ভোট দিল স্টুডেন্টস কাউন্সিল প্রার্থীদের। উপজেলার সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৩য় ও ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে সকাল থেকে ভোট প্রদান করেছে তাদের পছন্দের প্রার্থীদের।

সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন ঘুরে দেখা গেছে, সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে শিশুরা তাদের নিজেদের ভোট প্রয়োগ করছে। নির্বাচন পরিদর্শন করেছেন সহকারী কমিশনার(ভূমি) সবুর আলী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম জানান, মোট ভোটার ছিল ৪১২ জন। ৭টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে একজন নির্বাচন কমিশনার, ২ জন সহকারী নির্বাচন কমিশনার, ১ জন প্রিজাইডিং অফিসার, ৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৬ জন পোলিং অফিসার ও ১ জন রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test