E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে উৎসব মুখর পরিবেশ

২০১৯ ফেব্রুয়ারি ২০ ১৮:৩৮:০৫
রায়পুরে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে উৎসব মুখর পরিবেশ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুওে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত উপজেলার ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ভোট হয়।

প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ভোটাররা সু-শৃঙ্খলভাবে লাইনে দাড়িয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করার জন্য ভোট দিয়েছেন। প্রতিটি বিদ্যালয়ে স্বাস্থ্য প্রতিনিধি, পুস্তক ও শিখন প্রতিনিধি, পরিবেশে সংরক্ষণ প্রতিনিধি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি, পানি সম্পদ প্রতিনিধি, বৃক্ষ রোপন ও বাগান তৈরি প্রতিনিধি, অভ্যর্থনা ও আপ্যায়ন প্রতিনিধিসহ মোট ৭টি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

সরেজমিনে স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে, ভোট কক্ষের বাইরে শৃঙ্খলার দায়িত্ব পালন করছে ক্ষুদে শিক্ষার্থী। লাইন ধরে দাড়িয়ে আছে শিক্ষার্থী ভোটাররা। ভেতরে পোলিং কর্মকর্তা সুন্দরভাবে ভোট গ্রহণ করছেন। নির্বাচন তদারকি করছেন শিক্ষাকর্মকর্তা, প্রধান শিক্ষক ও শিক্ষকরা।

প্রিসাইডিং কর্মকর্তা সুচনা রায় বলেন, সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। সব প্রার্থীরা উৎসবমুখল পরিবেশে ভোট দিয়েছেন।

ভোটার তাসনিম জাহান বলেন, আমি যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছি। যিনি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষকদের সহযোগিতা নিয়ে সমাধান করবেন।

প্রার্থী কারিমা জাহান হাফসা বলেন, বিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখা, নানা ধরণের সাংস্কৃতিক আয়োজন করা, ক্রীড়া আয়োজন করাসহ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবো।

রায়পুর স্টেশন মডেল সরকারি প্রাথমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, শিশুদের অধিকার, দায়িত্ব, গতিশীল নেতৃত্ব তৈরি সম্পর্কে ধারনা দিতে এ স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হচ্ছে। এ বছর নির্বাচনে শিক্ষার্থী ছাড়াও অভিভাবকদের মধ্যে অনেক বেশি উৎসাহ দেখা গেছে।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমার্ন জানান, শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ে শৃঙ্খলাবোধ চর্চা করে এবং সত্যিকার দায়িত্বশীল হতে পারে সে জন্যই স্টুডেন্টস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই শিক্ষার্থীরাই আগামীতে রাজনীতি সচেতন হয়ে সাধারণ নির্বাচনে অংশ নেবে। তারা দেশ গঠনে যাতে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে তারই প্রাথমিক পর্ব এই নির্বাচন।

(পিকেআর/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test