E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে সড়ক দুর্ঘটনায় ঢাকার দুই কলেজছাত্র  নিহত

২০১৯ ফেব্রুয়ারি ২১ ১৭:০৩:৫৭
বরিশালে সড়ক দুর্ঘটনায় ঢাকার দুই কলেজছাত্র  নিহত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ভ্রমণে যাওয়ার পথে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইল নামকস্থানে বৃহস্পতিবার সকালে যাত্রীবাহি বাসের চাঁপায় ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত হয়েছেন। নিহতরা হলেন-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র নাজমুল হাসান অপু (২৫) ও ঢাকা কলেজের পলিটিক্যাল সাইন্সের চতুর্থ বর্ষের ছাত্র মোঃ মহসিন (২৪)।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান বলেন, ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩০জন ছাত্র ভ্রমণের উদ্দেশ্যে টিভিএস (আরটিআর) কোম্পানীর ১৬টি মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে ঢাকার জুরাইন থেকে বুধবার রাত নয়টার দিকে দেশের অন্যতম সমুদ্র সৈকত কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে মোটরসাইকেল শোভাযাত্রাটি দুর্ঘটনাস্থল অতিক্রম করছিলো। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়াগতিতে আসা বরিশাল থেকে মাওয়াগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-০২-০৩৯৫) শোভাযাত্রার একটি মোটরসাইকেলকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুল হাসান অপু নিহত এবং মোঃ মহসিন গুরুতর আহত হয়। পরে মুমূর্ষ অবস্থায় মহসিনকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক বিএমএফ পরিবহনের বাসটিকে আটক করেছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test