E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২০১৯ ফেব্রুয়ারি ২১ ১৭:৩৫:০৬
নওগাঁয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন, নওগাঁ সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, জেলা আওয়ামীলীগ, বিএনপি, সিপিবি, জেলা পরিষদ, পৌরসভা, সিভিল সার্জন অফিস, হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা প্রেস ক্লাব, ভাষা সৈনিক ডাঃ মঞ্জুর হোসেনের পরিবারবর্গ, চেম্বার অব কমার্স, একুশে পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, জেলা অধ্যক্ষ সমিতি, কার ও মাইক্রো চালক সমিতি, বাংলাদেশ জুয়েলারী সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

নওগাঁ সদর আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনের নেতৃত্বে আওয়ামীলীগ প্রভাতফেরী, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা ও আব্দুল জলিলের প্রতিকৃতিতে মাল্যদান করে। এছাড়া জেলার আত্রাই, ধামইরহাট, মান্দা, নিয়ামতপুর, পোরশা, সাপাহারসহ সকল উপজেলায় অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test