E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুমকিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২০১৯ ফেব্রুয়ারি ২১ ১৭:৫২:৪৭
দুমকিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে যথাযথ মর্যাদায় অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসের প্রথম প্রহরে বুধবার রাত ১২.০১ মিনিটে উপজেলা কমপ্লেক্স কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচি সূচনা হয়।

স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় পার্টি, সরকারী জনতা কলেজ, লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পার্ঘ অপর্ণ করা হয়। পরে ১মিনিট নিরবতা পালন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ চত্তর থেকে প্রভাত ফেরী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা মো: সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সরকারী জনতা কলেজ অধ্যক্ষ মাজেদা বেগম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম ছালাম, দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল লতিফ মিয়া, দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ অধ্যক্ষ মো: জামাল হোসেন, এল.এ.এম ইউনাইটেড মহিলা কলেজ অধ্যক্ষ কে.এম এনায়েতুর রহমান, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন, দেবিরচর দুমকি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

এর আগে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকণ, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test