E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাহাবুব রহমান দুর্জয়ের ‘আমার নেতা শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

২০১৯ ফেব্রুয়ারি ২২ ১৪:১৬:০৭
মাহাবুব রহমান দুর্জয়ের ‘আমার নেতা শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রিয়াজুল ইসলাম রিয়াজ : আন্তর্জাতিক ভাষা দিবসে চট্টগ্রাম বই মেলা প্রাঙ্গণে  তরুণ লেখক মাহাবুব রহমান দুর্জয় রচিত "আমার নেতা শেখ হাসিনা" গ্রন্থের মোড়ক উন্মোচন হয়ে গেলো বৃহস্পতিবার বিকালে। উক্ত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাজির উদ্দিন এবং বইটির লেখক মাহাবুব রহমান দুর্জয়। ২১ শে ফেব্রুয়ারি ছিলো লেখকের জন্ম দিনও। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শেষ পর্যায়ে লেখককে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করতেও ভুল করেননি আমন্ত্রিত অতিথিরা।

জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্ম থেকে বর্তমান জীবন পর্যন্ত নানা জানা অজানা তথ্য সমৃদ্ধ ইতিহাসের আলোকে লেখা 'আমার নেতা শেখ হাসিনা' বইটি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে উৎসর্গ করেছেন লেখক মাহাবুব রহমান দূর্জয়। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী, প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত। 'আমার নেতা শেখ হাসিনা' বইয়ে মুখবন্ধ লিখেছেন লেখকের রাজনৈতিক গুরু চট্টগ্রাম সিটি মেয়র আ. জ. ম. নাসির উদ্দীন। একশত ছাব্বিশ পৃষ্ঠার উক্ত বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা।

"আমার নেতা শেখ হাসিনা" বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- সিসিসি'র প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মহান একুশে বইমেলা ২০১৯ ইং (চট্টগ্রাম) এর আয়োজক কমিটির আহবায়ক নাজমুল হক ডিউক, সিসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা, সিসিসি'র প্রধান শিক্ষা কর্মকর্তা (উপ সচিব) সুমন বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, কথাসাহিত্যিক দেবাশীষ ভট্টাচার্য, কেন্দ্রীয় যুবলীগ নেতা এবং দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজের সহ-সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, শিশুসাহিত্যিক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, কবি খালেদ হামিদী, ডাঃ শেখ মোঃ কামাল উদ্দিন, কামাল উদ্দিন আহমদ, প্রফেসর মোহাম্মদ আলী আশরাফ, সাফিয়া গাজী রহমান, শাহ আলম নিপু, সাংবাদিক মোস্তফা কামাল পাশা প্রমুখ।

প্রথান অথিতিসহ অন্যান্য অতিথিবৃন্দ ও বিশিষ্ট জনেরা মাহাবুব রহমান দুর্জয় এর সাহসী ও সুন্দর লেখার ভূয়সি প্রশংসা করেন এবং এমন একটি বই পাঠকদের উপহার দেয়ার জন্য লেখককে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

'আমার নেতা শেখ হাসিনা' বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বইটির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন লেখক মাহাবুব রহমান দুর্জয়! সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লেখক দুর্জয় বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনা ও বন্ধবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরণ নিজের অবস্থান থেকে কাজ করে যেতে চাই। কখনো রাজপথে, কখনো কলম হাতে, কখনো বা সমাজ সেবায়'। ২০০১ সাল থেকে ছাত্রলীগের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্য নিরলস কাজ করে চলেছেন। লেখক রাজনীতি ও লেখালেখির বাইরে একজন মেধাবী তরুণ সংগঠক হিসেবেও দেশব্যাপী সুপরিচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিলে মাহাবুব রহমান দুর্জয় নিজেকে প্রিয় নেত্রীর শিক্ষাযুদ্ধের একজন সৈনিক ঘোষণা দেন। এবং তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও তাদের জীবনমান উন্নয়নে "চাইল্ড 'স স্মাইল ফাউন্ডেশন বাংলাদেশ" নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গড়ে তুলেন ২০১৫ সালের শেষের দিকে। বর্তমান চট্টগ্রাম ছাড়িয়ে এই প্রতিষ্ঠানটি দেশব্যাপী ছড়িয়ে পড়েছে এবং তিনি নিজেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

লেখক মাহাবুব রহমান দুর্জয় এর লেখা পরবর্তী প্রবন্ধ
"দেশটা আমার বাবার-
বাবার নাম শেখ মুজিব" খুব
শীঘ্রই বাজারে আসছে বলে জানিয়েছেন তিনি।

মাহাবুব রহমান দুর্জয় সম্পাদিত প্রথম গ্রন্থ "আমার নেতা শেখ হাসিনা" পাঠকদের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন লেখক ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও বিশিষ্ট নাগরিক মহল।

(ওএস/পিএস/ফেব্রুয়ারি ২২, ২০১৯)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test