E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে ঝাড়ু হাতে সাংসদ

২০১৯ ফেব্রুয়ারি ২২ ১৫:৩৮:০২
নাগরপুরে ঝাড়ু হাতে সাংসদ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেছেন, সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সোনার বাংলা রেখে যেতে চাইলে আমাদের মনকে যেমন পরিস্কার করতে হবে পাশাপাশি আশপাশের জায়গাগুলির ময়লা আবর্জনা পরিস্কার করতে হবে।

আজ শুক্রবার (২২ফেব্রুয়ারি) টাঙ্গাইলের নাগরপুরের গয়হাটায় হাট-বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

হাট- বাজারপরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে ব্যবসায়ীদের উদ্দেশ্য করে আহসানুল ইসলাম টিটু বলেন, আমরা যদি আমাদের কাজ সঠিকভাবে করি অর্থাৎ যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি তা হলে অবশ্যই আমাদের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত হবে । আগামীতে সুন্দর ও পরিচ্ছন্ন নাগরপুর-দেলদুয়ার উপহার দিতে তিনি তাঁর পুরো পরিবার নিয়ে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন। এসময় তাঁর স্ত্রী আরিয়া ইসলাম ও তাঁর কন্যা আনিকা ইসলাম ঝাড়ু হাতে নিয়ে বাজার পরিস্কার করতে নেমে পড়েন।

কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাবেক সিনিয়রসহ-সভাপতি আলহাজ্ব হামিদুর রহমান (ঝন্টু), জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট দাউদুল ইসলাম দাউদ, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, গয়হাটা ইউ পি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর, গয়হাটা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ দেলোয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক, গয়হাটা শহীদ শামসুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রাসেল খানসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এসময় ঝাড়ু হাতে নিয়ে বাজার পরিস্কার করতে তাকে সহায়তা করেন।

(আরএসআর/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০১৯)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test