E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সভাপতি জয়দেব দত্ত, সম্পাদক অশোক সরকার অপু

হালুয়াঘাটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

২০১৯ ফেব্রুয়ারি ২২ ১৭:১৪:২১
হালুয়াঘাটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে শুক্রবার সকালে কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হালুয়াঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ।

সম্মেলনে অধ্যাপক জয়দেব দত্তকে সভাপতি ও অধ্যাপক অশোক সরকার অপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানটির উদ্বোধক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, হালুয়াঘাট পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক মিয়া,হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার পিপিএম।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট পীযুষ কান্তি সরকার, সাধারণ সম্পাদক এডভোকেট সৌমেন্দ্র কিশোর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্রী শংকর সাহা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক জয়দেব দত্ত ও সাংগঠনিক সম্পাদক সমির সরকার লিটন।

এছাড়াও উপস্তিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কমিটির আহবায়ক মদন মোহন সরকার, সহ-সভাপতি নরেশ চন্দ্র সরকার,দেবতোষ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, আওয়ামী যুবলীগের আহবায়ক নাজিম উদ্দিন, হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি রেজাউল করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য চয়ন কুমার সরকার, কাঞ্চন কুমার সরকার, সনাতন যুব সংঘের সভাপতি শুভাশীষ সরকার শুভসহ উপজেলার সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

(জেসিজি/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০১৯)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test