E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২০১৯ ফেব্রুয়ারি ২৩ ১৫:৩৪:৩২
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ এবং আহত হয়েছেন ৬ জন। 

শনিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে জেলার কালিহাতী এবং শুক্রবার রাতে মির্জাপুর উপজেলায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাইক্রোবাস চালক মোশারফ হোসেন মুসা এবং চাপাইনবাবগঞ্জ জেলার সুজনের সভাপতি সৈয়দ শাহজামাল এবং মির্জাপুরের কাঠ ব্যবসায়ী সামাদ খান (৬০) ।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক কবিরুল হক জানান, হতাহতরা চাপাইনবাবগঞ্জ থেকে একটি মাইক্রোবাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তারা ঢাকা- টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌছলে অজ্ঞাত একটি গাড়ি মাইক্রোবাসটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হয় এবং আহত হয় ৬ জন। পরে পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।

অপরদিকে, ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় আব্দুস সামাদ খান (৬০) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাতে পৌর এলাকার বাওয়ার কুমারজানি গ্রামের মা সিএনজি স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে সামাদ মা সিএনজি স্টেশন থেকে বাড়ি যাওয়ার পথে মহাসড়ক পাড় হওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাস তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(আরকেপি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test