E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আত্রাইয়ে ১৯ জুয়াড়ি গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে সাজা

২০১৯ ফেব্রুয়ারি ২৩ ১৭:৩৯:২৪
আত্রাইয়ে ১৯ জুয়াড়ি গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে সাজা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে জুয়া খেলা ও মাদকসেবনের দায়ে ১৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। রাত ১১টার দিকে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ছানাউল ইসলাম তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ প্রদান করেন। 

ভ্রাম্যমান আদালতের নির্দেশে আটককৃত আসামীদেরকে শনিবার সকালে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার দিনগত রাত ৮টার দিকে র‌্যাব-৫, সিপিসি-২ এএসপি জাহেদ শাহরিয়ার ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলাম যৌথ অভিযান চালিয়ে মাদক সংরক্ষণ, প্রকাশ্যে সেবন ও জুয়া খেলার অপরাধে ১৩ পুড়িয়া গাঁজা, ১০ সেট প্লে¬ইং কার্ডসহ ১৯ জন জুয়াড়িকে আটক করেন।

দন্ডপ্রাপ্তরা হলো, আত্রাই উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে গোলাম সর্দার (৪৭), ভরতেঁতুলিয়া গ্রামেরর মৃত আফছার প্রামনিকের ছেলে হাবল প্রামানিক (৩১), আমরুল কসবা গ্রামের মৃত মছির মৃধার ছেলে মফেল মৃধা (৪৫), থাওই পাড়া গ্রামের আফিল মন্ডলের ছেলে এরশাদ (২৮), ভরতেঁতুলিয়া গ্রামের শাহার দেওয়ানের ছেলে শামীম আলী দেওয়ান (২৮), বিহারীপুর গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে মোজাহারুল সর্দার (৩২), মহাদীঘি গ্রামের মৃত সখিমদ্দিন ছেলে বাবু মন্ডল (৫৫), সদুপুর গ্রামের মৃত রুপচান মন্ডলের ছেলে মানিক মন্ডল (২৬), মহাদীঘি গ্রামের মৃত বিষু সরদারের ছেলে মজিব (৪২), বিহারীপুর গ্রামের মৃত ইয়াচিন আলীর ছেলে গোলাম মোস্তফা (৬৫), খোলাপাড়া গ্রামের মৃত বাহার আলীর ছেলে খলিলুর রহমান (৫৮), বিহারীপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মজিবর রহমান(৫৯), ভরতেঁতুলিয়া গ্রামের মৃত গফুর প্রামানিকের ছেলে রফিকুল (৩৮), থাওইপাড়া গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে জিয়াউর রহমান (৬৮) ভরতেঁতুলিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে কিয়ামত আলী (৫৯), ভরতেঁতুলিয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে নাজমুল হক (৫১), হিঙ্গলকান্দী গ্রামের রফিক সরদারের ছেলে হারুন উর রশিদ (১৯), ও হিঙ্গলকান্দীর আকবর আলীর ছেলে সেকেন্দার হোসেন (৪৪)। ভ্রাম্যমান আদালত ১নং হতে ১৭নং আসামীর মাদকসেবন ও জুয়া খেলার জন্য ১৫দিন, ও ১৮, ১৯নং আসামীর প্রকাশ্যে জুয়া খেলার জন্য ২০দিন বিনাশ্রম কারাদন্ডাদেশা প্রদান করেন।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test