E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে ভূমিহীন দরিদ্র পরিবারগুলো পাচ্ছে এখন বিশুদ্ধ পানি

২০১৯ ফেব্রুয়ারি ২৩ ১৭:৫৮:২২
চাটমোহরে ভূমিহীন দরিদ্র পরিবারগুলো পাচ্ছে এখন বিশুদ্ধ পানি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বহুল আলোচিত বিলকুড়ালিয়ার ভূমিহীন আন্দোলনের সংগঠণ ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)। বিলের প্রায় ৫শ’ একর খাসজমি যখন বিলপাড়ের ১৪টি গ্রামের ভূমিহীন পরিবার বন্দোবস্ত পাওয়ার পর চাষাবাদ করে নিজেদের খাবারের নিশ্চয়তা করেছে। তখন এলডিও ভূূমিহীনদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ শুরু করেছে। 

এরই ধারাবাহিকতায় ভূমিহীন দরিদ্র পরিবারে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নলকূপ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। চাহিদার ভিত্তিতে বিলপাড়ের ৭টিসহ ৮টি গ্রামে নলকূপ স্থানের উদ্যোগ নেওয়া হয়। এগিয়ে আসে ঢাকাস্থ রংধনু ডেভলপমেন্ট সেন্টার। ভূমিহীন দরিদ্র পরিবারগুলোর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ২০টি নলকূপ প্রদান করে সংস্থাটি।

এলডিও উপজেলার হরিপুর ইউনিয়নের বিলকুড়ালিয়া পাড়ের হরিপুর, চড়ইকোল, লাউতিয়া, ভাদরা, পাঁচবাড়িয়া, মুশাগাড়ি ছাড়াও মহেলা ও মাঝগ্রামে ২০টি নলকূপ স্থাপন করে।

শনিবার সকালে লাউতিয়া, পাঁচবাড়িয়া ও মুশাগাড়ি গ্রাম পরিদর্শন করে দেখা যায়, প্রতিটি নলকূপ থেকেই গ্রামের ভূমিহীন দরিদ্র পরিবারের নারীরা পানি নিচ্ছেন। ভূমিহীন নারী রোমেছা খাতুন, আবেদা খাতুন, ছইমন বেওয়া, রাহেলা বেগমসহ অন্যরা জানান, তাদের পানির জন্য কোন নলকূপ ছিলো না। অন্যেও বাড়ি থেকে পানি সংগ্রহ করতে হতো। কিন্তু এই টিউবওয়েল পাওয়ায় তারা সহজেই পানি পাচ্ছে।

ভূমিহীন উন্নয়ন সংস্থা’ (এলডিও)’র নির্বাহী পরিচালক নুরে আলম মঞ্জু জানান, ভূমিহীন পল্লীর বাসিন্দারা ছিলো অবহেলিত। বিলের খাসজমি বন্দোবস্ত পাওয়ার পাশাপাশি তারা নিজেদের অবস্থার পরিবর্তন করছে। এলডিও তাদেরকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে। তিনি জানান, রংধনুর সহায়তায় ২০টি নলকূপ স্থাপন করা হয়েছে। বিনামূল্যে নলকূপ স্থান ও প্লাটফরম করে দেওয়া হয়েছে। এসকল নলকূপের পানি দ্বারা শতাধিক পরিবার উপকৃত হচ্ছে।

(এসএইচএম/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test