E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সুষ্ঠ নির্বাচন নিয়ে শংকায় ভোটাররা

সুবর্ণচরে ইউনিয়ন উপ-নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী

২০১৯ ফেব্রুয়ারি ২৪ ১৬:০৫:১০
সুবর্ণচরে ইউনিয়ন উপ-নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : আগামী ২৮ ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ মূহুর্তে প্রচার প্রচারণায় প্রার্থীরা ক্লান্তিহীন ভাবে গণসংযোগ করে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা ভোট চাইছেন। পোষ্টারে আর পোষ্টারে চেয়ে গেছে ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামান্তর। উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা।

ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭২৪৩। তম্মধ্যে পুরুষ ভোটার ৮৮০০ এবং মহিলা ভোটার ৮৪৪৩ জন। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, অগ্রগামী প্রার্থীদের নানা তথ্য। নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলাকাভিত্তিক নির্বাচন হবে এবার। যে এলাকায় যার ভোটার সমর্থক যত বেশী, তিনিই হবেন ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নিজ নিজ এলাকা যিনি ঠিক রাখতে পারবেন বিজয়ের মালা তিনি পরবেন। সব প্রার্থী আওয়ামীলীগের বিধায় সাধারণ ভোটাররা বিপাকে পড়েছেন। প্রয়াত চেয়ারম্যান এডভোকেট এনামুল হক এর ছেলে ইমরান খান চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। বাবার ইমেজকে কাজে লাগিয়ে একটা ভাল অবস্থানে আছেন বলে জানান সাধারণ ভোটাররা।

আনারস প্রতীক নিয়ে লড়ছেন সুবর্ণচর উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মহি উদ্দিন চৌধুরী , তিনি প্রয়াত চেয়ারম্যান এনামুল হকের ২ বারের প্রতিদন্ধী ছিলেন।

তিনি জানান, সাধারন ভোটাররা আমার পক্ষে আছে, সুষ্ঠ ও অবাধ নির্বাচন হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো, উন্নয়ন কর্মকান্ড প্রসারিত,সবার সহাবস্থান নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সর্বোপরি সব শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনে দেয়া ওয়াদা গুলো পূরণের যথাসাধ্য চেষ্টা করবো ।

চশমা প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী ইমরান খান বলেন, মোহাম্মদপুর ইউনিয়নে আমার বাবা মরহুম এডভোকেট এমানুল হক এর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব, আমার বিস্বাস আমার বাবার প্রতি শ্রদ্ধা রেখে ও উন্নয়নের স্বার্থে ভোটাররা তাদের মূল্যবান ভোট আমার চশমা মার্কায় প্রয়োগ করবেন। তবে তিনিও সুষ্ঠ ভোট নিয়ে রয়েছেন শংকায় ।

নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ। তিনি বলেন, ৮নং মোহাম্মদপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে দেখতে চাই এলাকাবাসী, সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্নয়নের প্রতিক নৌকা মার্কায় ভোটারা তাদের ভোট দেবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আরমান ভূইয়া জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে, ইতি মধ্যে আমরা নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা করছি, প্রচুর আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ঠ সকলকে নিয়ে আমরা একাধিকবার বৈঠক করে কিভাবে সুন্দর এবং সুষ্ঠ নির্বাচন উপহার দেয়া যায় সে বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি আগামি ২৮ তারিখে ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নে একটি সুষ্ঠ নির্বাচন হবে ।

এদিকে সুষ্ঠ ভোট নিয়ে শংকায় ভোটাররা । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার বলেন, আমরা সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই, সুষ্ঠ নির্বাচনে যে প্রার্থী নির্বাচিত হয় তাকে আমরা স্বাগত জানাবোঅ।

এলাকাবাসী বলেন, নৌকা প্রতিকের প্রার্থীর কর্মি সমর্থকরা কেন্দ্র দখল ও জাল ভোটের মাধ্যমে ভোট চিনিয়ে নিতে পারে, আমরা মনে করি সবাই যেহেতু আওয়ামী লীগের প্রার্থী এলাকার শান্তি শৃংখলা রক্ষার্থে শান্তির জনপদ মোহাম্মদপুর ইউনিয়নকে কেউ অশান্ত করবেনা।

উল্লেখ্য, গত ২৮ নভেম¦র রোববার সন্ধ্যা ৬ টায়, বিশিষ্ট্য আইনজীবী, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট এনামুল হক রাজধানীর ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে’ ইন্তেকাল করেন তিনি র্দীঘদিন হার্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার পদটি শূন্য হওয়ায় ২৮ তারিখে ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে ।

(আইইউএস/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test