E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রায়গঞ্জে করতোয়া নদী ও শশ্মানঘাট ভরাট করে আশ্রয়ন প্রকল্পের কাজ বন্ধের দাবি

২০১৯ ফেব্রুয়ারি ২৫ ১৫:৫৫:৩৩
রায়গঞ্জে করতোয়া নদী ও শশ্মানঘাট ভরাট করে আশ্রয়ন প্রকল্পের কাজ বন্ধের দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : করতোয়া নদী ও শশ্মানঘাট ভরাট করে সিরাজগঞ্জের রায়গঞ্জে সারুটিয়া গ্রামে আশ্রয়ন প্রকল্পের কাজ বন্ধের দাবিতে মানববন্ধন পালন করেছে এলাকাবাসী।

সোমবার সকাল ১১টায় করতোয়া নদীর তীরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইসমাইল হোসেন রাজু, মোয়াজ্জেম হোসেন, পরেশ সরকার, অরুনী বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, যেখানে আশ্রয়ন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে সেখানে করতোয়া নদীর ধারে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন শশ্মান হিসেবে ব্যবহার করে আসছে এবং শতশত কবর রয়েছে। এখানে প্রকল্প বাস্তবায়ন করা হলে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ করতোয়া নদী ভরাট হয়ে কৃষি কাজে মারাত্বক ব্যাঘাত সৃষ্টি হবে। সেহেতু অবিলম্বে প্রকল্পটি বন্ধের আহবান জানিয়েছেন এলাকাবাসী।

(এমএসএম/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test