E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় পৃথক অভিযানে মাদকসহ আটক ৮

২০১৯ ফেব্রুয়ারি ২৫ ১৭:৩৯:২১
মান্দায় পৃথক অভিযানে মাদকসহ আটক ৮

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ ৮ জনকে আটক করা হয়েছে। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক মামলা দিয়ে সোমবার তাদের নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প সুত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে নাটোর ক্যাম্পের একটি টহলদল মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজারে অবস্থান করছিল। এসময় মাদক বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে চককালিকাপুর স্কুল এন্ড কলেজ সংলগ্ন সেকেন্দার আলীর মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে কামরুজ্জামান সেতু (৩৮) ও হাসান মতিউর রহমানকে (২৫) আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ১ হাজার ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক সেতু উপজেলার ফতেপুর বাজারের মৃত মেছের আলী ও মতিউর কালিকাপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে।

র‌্যাবের অপর অভিযানে ৬৪ বোতল ফেনসিডিলসহ কালীগ্রাম উত্তরা কলেজ সংলগ্ন এলাকা থেকে সাইদুর ইসলাম (৩০) ও ফিরোজ আহমেদকে (১৮) আটক করা হয়। আটক সাইদুর ইসলাম রাজশাহীর তানোর উপজেলার ধানুড়া গ্রামের ঝাড়– সরদার ও ফিরোজ ভবানীপুর গ্রামের আকমল হোসেনের ছেলে।

অন্যদিকে মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন জানান, থানার উপপরিদর্শক আব্দুল মালেক ৯ পিস ইয়াবাসহ নওগাঁ সদর উপজেলার পয়না দক্ষিণপাড়া গ্রামের সাইফুল ইসলাম (৩২) ও খুদিয়াডাঙ্গা গ্রামের মামুনুর রশিদকে (৩৭) আটক করে।

ওসি আরও জানান, পুলিশের অপর অভিযানে বর্দ্দপুর গ্রামের হাসান আলী মন্ডল (৪৪) ও দক্ষিণ পরানপুর গ্রামের আবুল কালাম আজাদকে (২৮) গ্রেফতার করা হয়েছে।


(বিএম/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test