E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটের চার ইউপির সাধারণ সদস্য পদে উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি

২০১৯ ফেব্রুয়ারি ২৫ ১৭:৫৭:২৫
বাগেরহাটের চার ইউপির সাধারণ সদস্য পদে উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ৪টি ইউনিয়ন পরিষদের চারটি ওয়ার্ডের শূন্য হওয়া সাধারণ সদস্য পদে আগামী ২৮ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন অফিস এই ৪টি উপ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এসব ওয়ার্ডের নির্বাচিত সদস্যদের অকাল মৃত্যুতে ওই সদস্যপদগুলো শূন্য হয়। গত ২২ জানুয়ারি ওই শূন্যপদে নির্বাচনী তফসিল ঘোষণা করে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৩১ জানুয়ারি।

শূন্য হওয়া ওয়ার্ডগুলো হচ্ছে, বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড, রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড এবং মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের ১ নং নারী সংরক্ষিত ওয়ার্ড।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা বেনজীর আহমেদ জানান, এসব ইউনিয়ন পরিষদের সংরক্ষিত এক নারীসহ চারজন সাধারণ সদস্যের অকাল মৃত্যুতে পদগুলো শূন্য ঘোষণা করা হয়। ওই শূন্য পদে আগামী ২৮ ফেব্রুয়ারি উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে স্থানীয় নির্বাচন অফিস সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে।

(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test