E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদার তালিকা প্রস্তুত কার্যক্রমের উদ্বোধন

২০১৯ ফেব্রুয়ারি ২৬ ১৭:৪৪:৪৭
ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদার তালিকা প্রস্তুত কার্যক্রমের উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : “বাঁচাও নদী, বাঁচাও মানুষ, বাঁচাও দেশ-শেখ হাসিনার অবদান শতবর্ষের ডেল্টা প্লান” স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার টাঙ্গন নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।

আজ মঙ্গলবার(২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের কলেজপাড়া পুরাতন লোহার ব্রীজ সংলগ্ন অপরাজেয় একাত্তর চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক দিপক কুমার রায়, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী অরুণাংশু দত্ত টিটো, সা: সম্পাদক মোশারুল ইসলাম প্রমুখ।

পরে টাঙ্গন নদীর সীমানা পিলার স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা।

(এফআইআর/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test