E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় ভাঙ্গারী ব্যাবসায়ীর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে নানা প্রশ্ন

২০১৯ ফেব্রুয়ারি ২৬ ১৮:১৭:২৭
কেন্দুয়ায় ভাঙ্গারী ব্যাবসায়ীর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে নানা প্রশ্ন

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের শিবপুর গ্রামের নূহাই বিলের ধান ক্ষেতের আইল থেকে সঞ্জু মিয়া (৫০) নামের এক ভাঙ্গারী ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে অক্ষত অবস্থায় এ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত সঞ্জু মিয়ার বাড়ী একই উপজেলার গড়াডোবা ইউনিয়নের কাটাহুশিয়া গ্রামে। তার বাবা মৃত আব্দুল হেকিম।

কেন্দুয়া থানা পুলিশের এস.আই আবুল বাশার জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় আরেকটি বিয়ে করে সঞ্জু মিয়া। এর পর ওই স্ত্রী সংসারের বন্ধন ছিন্ন করে চলে যাওয়ার পর থেকেই সঞ্জু মিয়া গড়াডোবা ইউনিয়নের বাশাটি বাজারে অবস্থান করে ভাঙ্গারীর ব্যবসা করত। মাঝে মধ্যে ভাঙ্গারী ব্যবসা ফেলে জুয়ার আসরেও বসত। কিন্তু কিভাবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা পুলিশ সহ পরিবারের সদস্যরাও নিশ্চিত হতে পারেনি।

তবে এলাকার অনেকেই বলাবলি করছেন সোমবার রাতে সঞ্জু মিয়াও অন্যান্য জুয়ারীদের সাথে জুয়ার আসরে বসছিল। কেন্দুয়া থানা পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে এই এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামাদি সহ তিন জুয়ারীকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছে মগরাইল গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে রিটন (৪০), গিয়াস উদ্দিনের ছেলে আনোয়ার (২৫) ও শিবপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৩৫)। তাদেরকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য জুয়ারীদের আটকের সময় পুলিশের ধাওয়া খেয়ে সঞ্জু মিয়া হার্টফেল করে মারা যেতে পারে।

এ খবর পেয়ে ঘটনাস্থলে যান নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া, কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী।

কিভাবে সঞ্জু মিয়ার মৃত্যু হয়েছে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাজাহান মিয়া বলেন, সঞ্জু মিয়ার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই, মৃত্যুর কারণ নিশ্চিত করতে থানায় একটি জিডি করে তার লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতেই জানা যাবে কিভাবে সঞ্জু মিয়ার মৃত্যু হয়েছে।

পুলিশের ধাওয়া খেয়ে হার্টফেল করে মারা গেছে এরকম আলোচনা রয়েছে এলাকায় এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তা হতেও পারে আবার নাও হতে পারে। অথবা এটিও হতে পারে জুয়ার আসরে বসে সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে হার্টফেল করে মারা গেছে আবার জুয়া খেলায় জেতার পর তার সঙ্গের খেলোয়াররাও সবকিছু ছিনিয়ে নেয়ার পর হার্টফেল করে মারা গেছে। এসবকিছুই নির্ভর করছে ময়না তদন্তের রিপোর্টের ওপর।

কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, পুলিশের ধাওয়া খেয়ে সঞ্জু মিয়া মারা গেছে কিনা তা আটককৃত অন্যান্য জুয়ারীদের জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসতে পারে। এ ব্যাপারে সবদিক আমরা তদন্তকরে দেখছি।

তিনি বলেন, ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test