E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হিজরা, ক্ষুদ্রনৃগোষ্ঠীদের ব্যাংকিং সেবায় আনতে ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন

২০১৯ ফেব্রুয়ারি ২৭ ১৮:১৬:২১
হিজরা, ক্ষুদ্রনৃগোষ্ঠীদের ব্যাংকিং সেবায় আনতে ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন

বাগেরহাট প্রতিনিধি : হিজড়া, ক্ষুদ্রর্নগোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠিীদের আর্থিক অর্ন্তভুক্তিকরণে বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। ইসলামী ব্যাংক মোংলা শাখার আয়োজনে বুধবার দুপুওে শাখা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্ধোধন ইসলামী ব্যাংক বাংলাদেশ খুলনা জোনের প্রধান মো. মাকছুদুর রহমান। 

ক্যাম্পেইনের উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল ও টি,এ, ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আবু সাইদ খান, ইসলামী ব্যাকের মোংলা শাখা ম্যানেজার নুর মোহাম্মদ।

ব্যাংকটির মোংলা শাখার কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠী বিশেষ করে নৃগোষ্ঠী, হিজরা, ভিক্ষুক, ভ্যান-ঠেলা চালকসহ দিন মজুরদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনার জন্যই মুলত উদ্ভুদ্ধকরণ এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। আগামী ১৪ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে এ ক্যাম্পেইন করা হবে।

(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test